বিশেষ প্রতিনিধি।।বান্দরবান।।
“শান্তির জন্য পানি ব্যবহার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে পালিত হয়েছে বিশ্ব পানি দিবস।
শুক্রবার ( ২২ মার্চ) সকালের জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।
এর আগে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়।পরে জেলা প্রশাসক সম্মেল কক্ষে এক আলোচনা সভা শুরু হয়।
জীবনের জন্য পানির গুরুত্ব তুলে ধরেন এবং পানি ব্যবহারে সকলকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানান বক্তারা।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক চাই থোয়াইহলা চৌধুরী, সহকারী পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হক, পানি উন্নয়ন বোর্ড বান্দরবানের নির্বাহী প্রকৌশলী অরূপ চক্রবর্তী, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।