
আলীকদম ও বান্দরবান প্রতিনিধি।।
বান্দরবানে আলীকদমে টিএস ট্রাকের ধাক্কায় মোটর সাইকেলের তিন আরোহী নিহত হয়েছে।
আজ শনিবার (১৮ জানুয়ারি) বেলা একটায় চৈক্ষ্যং ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় এই ঘটনাটি ঘটে।
সত্যতা নিশ্চিত করেছেন আলীকদম ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মির্জা জহির। তিনি জানিয়েছেন, দুপুর দিকে মোটর সাইকেল দূর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করছে।
নিহতরা হলেন- চেয়ারম্যান পাড়া মাশুকের ছেলে মো: বেলাল হোসেন (৩০), একই গ্রামে বাসিন্দা মো: সৈয়দ আমিন (৪৫) ও বাজার পাড়া গ্রামে মো: মিন্টু ছেলে মো: মিনহাজ।
স্থানীয়রা জানায়, লামা থেকে বাইকের যোগে আলীকদমে দিকে যাচ্ছিলেন। তারাবুনিয়া এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা টিএস ট্রাক মোটর সাইকেলকে ধাক্কা দিলে ছিটকে পড়ে ঘটনাস্থলে তিন আরোহী মারা যায়। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে আলীকদম থানায় নিয়ে আসে পুলিশ সদস্যরা।
এ বিষয়ে আলীকদম থানার ডিউটি অফিসার এএসআই রনেশ বড়ুয়া বলেন, আলীকদম উপজেলার তারাবুনিয়া এলাকায় মোটর সাইকেল দূর্ঘটনায় তিন আরোহী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত পরে জানা যাবে।