বান্দরবানে চেয়ারম্যানদের বিরুদ্ধে দুর্নীতি অভিযোগে সাতটি দাবি জানিয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্বারকলিপি প্রদান

0
44

।।আকাশ মারমা মংসিং বান্দরবান।।

বান্দরবানে থানচি উপজেলা সাবেক চেয়ারম্যান চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমাসহ তিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সকল অনিয়ম, সরকারী অর্থ আত্মসাত ও দুর্নীতির অভিযোগে সাতটি দাবি জানিয়ে মানববন্ধন ও স্বারকলিপি প্রধান করেছে থানচি আদিবাসী ছাত্র ও যুব সমাজ।

বুধবার (২৩ অক্টোবর) সকালে বাসষ্টেশনে শিল্প একাডেমী মুক্তমঞ্চের সামনে মানববন্ধনের কর্মসূচি পালন করেন থানচি সর্বস্তরের জনগণ।

এসময় উক্যবু মারমা সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ছাত্র সমাজের মংসিংউ মারমা, অনাচন্দ্র ত্রিপুরা (কারবারি), রেইহাই ম্রো, সূর্য কুমার ত্রিপুরা ও সমন্বয়ক মংমে মারমাসহ আরো অনেকে।

বক্তারা বলেন, গত ১৬ বছর ধরে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার আমলে ব্যাপকভাবে দুর্নীতি চালিয়েছে এই জনপ্রতিনিধিরা। আ.লীগ সরকার থাকাকালীন নিজের সুবিধার্থে উন্নয়নের নাম ভাঙ্গিয়ে অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাৎ সহ নানা অপকর্মে লীপ্ত হয়েছে। তাই ফ্যাসিবাদী সরকার আমলে থাকার এসব দুর্নীতি গ্রস্থ চেয়ারম্যানদের সুস্থ তদন্ত করে যথাযথ শাস্তি প্রদান করা দাবী জানান বক্তারা।

সমাবেশ শেষে ৭টি দাবি জানিয়ে থানচি উপজেলার নির্বাহী কর্মকর্তা নিকট উপদেষ্টার বরাবর স্বারকলিপি তুলে দেন যুব সমাজের ছাত্ররা।

দাবিগুলো হল- সকল দুর্নীতি গ্রস্থ চেয়ারম্যানদের সুস্থ তদন্ত করতে হবে। দুর্নীতি গ্রস্থ চেয়ারম্যানদের অপসারণ করে আইনের আওতায় আনতে হবে। দুর্নীতি গ্রস্থ চেয়ারম্যানদের নির্বাচনের আগে এবং পরে অর্থ ও সম্পদের পরিমাণ হিসাব তদন্ত করতে হবে। সকল চেয়ারম্যান এর সকল প্রকল্পের হিসাবে নিয়ে দ্রুত তদন্ত করতে হবে। ইউনিয়ন চেয়ারম্যানদের ভিজিডি ও ভিজিএফ এর বিষয়ে তদন্ত করতে হবে। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের বরাদ্দকৃত অর্থ আত্মসাতের বিষয়ে সুস্থভাবে তদন্ত করতে হবে। দুর্নীতিগ্রস্থ চেয়ারম্যানদের গ্রেফতার করে যথাযথ শাস্তি প্রদান করা দাবির জানানো হয়।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here