বান্দরবানে চার মামলা আসামী যুবলীগ নেতা গ্রেফতার

0
13

জেলা প্রতিনিধি।।বান্দরবান।।

বান্দরবানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচীতে হামলার ঘটনায় দায়ের করা চার মামলা আসামী সাবেক যুবলীগ নেতা আবু তৈয়বকে গ্রেফতার করা হয়েছে র‍্যাব।

মঙ্গলবার (২ অক্টোবর) রাতে জেলা শহরের আর্মি পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, বান্দরবান পৌরসভার ক্যং এর মোড় এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা হত্যা ও প্রাণ নাশের হুমকি নৈরাজ্য সৃষ্টি ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের চারটি মামলা দায়ের করে ছাত্র জনতা। এরপর সেসব আসামীদের গ্রেফতার করতে অভিযান শুরু করে আইনশৃংখলা বাহিনী। অভিযানে মামলার এজাহার নামীয় ২৪নং আসামী সাবেক যুবলীগ নেতা আবু তৈয়ব চৌধুরীকে গ্রেফতার করে র‍্যাব। পরে তাকে থানায় সোপর্দ করা হয়।

এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহার নামীয় আসামী আবু তৈয়ব। তার নামে ৪ টি মামলা হলেও এজাহার নামীয় ১ টি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে তাকে কারাগারে প্রেরণ করা হবে।

তিনি জানান, এজাহার নামীয় অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here