বান্দরবানে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের অতর্কিত ধাওয়া

0
28

।।বান্দরবান প্রতিনিধি।।

সারাদেশের ন্যায় কোটা সংস্কার সমর্থনে আন্দোলন করায় শিক্ষার্থীদের উপর অতর্কিত ধাওয়া চালিয়েছে বান্দরবানে জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। এই ঘটনাটি পর পুরো জেলা থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে সাধারণ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালনকালে ধাওয়া শুরু করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

এর আগে ফেস্টুন হাতে নিয়ে কয়েকশত শিক্ষার্থীর মানববন্ধন অংশ নেন। পরবর্তীতে আওয়ামীলীগ কার্যালয় থেকে মিছিল বের হয়ে আসে ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে দ্বি-মুখী মিছিলে স্লোগান শুরু হয়। এক পর্যায়ের আন্দোলনকারীরা শিক্ষার্থীরা মিছিলে ট্রাফিক মোড় দিকে প্রদক্ষিণ করেন।

এদিকে কোটা সংস্কার সমর্থিত আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিলে যাওয়ার সময় পিছনে থেকে ধাওয়া ও মারধরের এগিয়ে আসেন ছাত্রলীগের নেতাকর্মীরা। মুহুর্তে জেলার ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে লাঠিসোটাসহ পুলিশের ব্যারিকেট ভেঙ্গে অতর্কিত হামলা চালায়। তাদের ধাওয়া আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা। এ হামলায় কেউ হতাহতে না হলেও এখনো জেলা শহরে পরিস্থিতি থমথমে বিরাজ করছে।

এবিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি পুলু মারমা বলেন, বান্দরবান জেলার সাধারণ শিক্ষার্থীরা সারাদেশের চলমান আন্দোলনের সমর্থনে শান্তিপূর্ণ মানবন্ধনের শুরু থেকেই আমরা পাশাপাশি ছিলাম। আমরাও কোটা সংস্কার দাবিকে সমর্থন করি। কিন্তু মানববন্ধনের পর বিক্ষোভ মিছিলে বিএনপি ও জামাত শিবিরের নেতাকর্মীরা ঢুকে পড়ে দেশদ্রোহীতা মূলক শ্লোগান দিতে থাকলে আমরা তাদের থামাতে এগিয়ে যায়। তখন জেলার আইনশৃঙ্খলা কাজে নিয়োজিত পুলিশ সদস্যরা দু পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here