বান্দরবানে কেএনএফের দুই মরদেহ লাশ উদ্ধার করেছে পুলিশ

0
42

বিশেষ প্রতিনিধি।।বান্দরবান।।

বান্দরবানের রুমায় সেনাবাহিনী অভিযানে নতুন গজিয়ে ওঠা সশস্ত্র সন্ত্রাসী কুকি-চিন ন্যশনাল ফ্রন্ট কেএনএফের দুই সদস্য নিহতের মরদেহ উদ্ধার করেছেন আইনশৃঙ্খলা বাহিনী।

রবিবার (২৮ এপ্রিল) বেলা তিনটায় রুমা- থানচি সীমান্তে বাকলাই এলাকা থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়। তবে নিহত কেএনএফের পরিচয় সনাক্ত করা যায়নি।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, বাকলাই থেকে পোশাক পরিহিত কেএনএফের দুই সদস্য লাশ উদ্ধার করে থানচি স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর আইনি প্রক্রিয়া শেষে বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

আইএসপিআর জানায়, সেনাবাহিনী অভিযানে কুকি-চিন ন্যশনাল ফ্রন্ট আর্মির দুইজন সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এসময় তিনটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমানে গোলাবারুদ, ওয়াকিটকিসহ অনান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, কেএনএফের দুই সদস্যদের লাশ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ দুটি বান্দরবান সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here