বান্দরবানে এক-দফায় বিএনপি কালো পতাকা মিছিল

0
49

বিশেষ প্রতিনিধি।। বান্দরবান।।

দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতি ও খালেদা জিয়া মুক্তিসহ সকল রাজবন্দীদের মুক্তি এবং মিথ্যা মামলার প্রত্যাহারের একদফা দাবীতে বান্দরবানের কালো পতাকা মিছিল করেছে জেলা বিএনপি সংগঠন।

শুক্রবার ( ২৬ জানুয়ারি) বেলা সোয়া তিনটায় কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে সারাদেশের মতন বান্দরবানেও এই কর্মসূচি পালন করেন বিএনপি দলের নেতাকর্মীরা।

এর আগে উজানী পাড়া ছোট রাজার মাঠ প্রাঙ্গণ থেকে মিছিল বের করা হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষীন করে চৌধুরী মার্কেটে গিয়ে শেষ হয়। এ সময় কালো পতাকা মিছিলে অংশ নেন দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে মধ্যাম পাড়া ও চৌধুরী মার্কেট এলাকায় বিক্ষোভ-সমাবেশ করেন নেতাকর্মীরা।

বিক্ষোভ-সমাবেশে নেতারা বলেন, ৭ জানুয়ারির ডামি নির্বাচন জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। সরকার শুধু প্রশাসন এবং ভারতের উপর ভর করেই অবৈধভাবে ক্ষমতায় টিকে আছে। তারা আরও বলেন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে দেশ ধীরে ধীরে দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে। দেশের মধ্যবিত্ত নিম্ন আয়মুখী হচ্ছে এবং উচ্চবিত্তবানরা সঞ্চয় ভেঙ্গে দিনেদিপাক করে সংসার চালাচ্ছে। তাই বর্তমান সরকারকে পদত্যাগের পাশাপাশি সংসদ বাতিলের দাবি জানান বক্তারা।

সমাবেশে কেন্দ্রীয় বিএনপির সদস্য সাচিং প্রু জেরী ও জেলা, বিএনপি সভাপতি ম্যামাচিংসহ জেলা ও উপজেলার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here