বান্দরবানে ইন্টারফেইস মিটিং; প্রান্তিক অঞ্চলে স্বাস্থ্য সেবার মান ত্বরান্বিত করার জন্য কাজ করে যাবে

0
101

।।আকাশ মারমা মংসিং বান্দরবান।।

পার্বত্য এলাকায় উন্নতভাবে চিকিৎসা স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে প্রান্তিক অঞ্চলে গুলোতে আরো সেবার মান ত্বরান্বিত করার জন্য কাজ করে যাবে কমিউনিটি ক্লিনিক।

সোমবার (২সেপ্টেম্বর) সকালে শহরের হিলভিউ কনফারেন্স হল রুমে কমিউনিটি সেবার মান বৃদ্ধির লক্ষ্যে ইন্টারফেইস মিটিং আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা।

বক্তারা বলেন, প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড পর্যায় গুলোতে গড়ে ৬০০জনকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা দিয়ে থাকে। সরকারের নীতিমালা অনুসরণ করে কি কি সেবা আছে ও কি সেবা দরকার সেগুলোকে গুনগত মান যাচাই বাছাই মাধ্যমে সর্বদা পর্যবেক্ষন করা হয়। এতে করে প্রতিটি প্রান্তিক অঞ্চলে সেবা নিতে আসা রোগীরা সঠিকভাবে চিকিৎসা নিতে পারে। কেননা প্রান্তিক অঞ্চলে অনেক গ্রাম রয়েছে যেখানে এখনো চিকিৎসা সেবা থেকে বঞ্চিত রয়েছে। চিকিৎসকদের সমন্বয় করে সেসব এলাকা গুলোতে মাঠ পর্যায় গিয়ে ওষুধ ও বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। এছাড়াও পুরুষ, মহিলা, কিশোর ও কিশোরীসহ চারটি দলে স্কোরকার্ডের মাধ্যমে সেশন করে তুলনা করে মানদন্ড নির্নয় মাধ্যমে পরবর্তীতে কিভাবে আরো ভালো সেবা দেওয়া যায় সেভাবে পরামর্শ প্রদান করেন চিকিৎসকেরা। তাই আগামীতেও এই সেবার মান অব্যাহত থাকবে।

আলোচনা সভায় সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ভানু মারমা, গ্রাউসের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার উসাই মং মারমা, প্রোগ্রাম ম্যানেজার টুলু মারমা,ওয়ার্ল্ড ভিশন স্পনসরশীপ চাইল্ড প্রটেকশন অফিসার ভজন চিরান, গ্রাউস চেয়ারম্যান মংথোয়াই চিং মারমা, জামছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্য সিং শৈ মারমাসহ কমিউনিটি ক্লিনিকের উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here