মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫
Homeবান্দরবানবান্দরবানে আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি হলেন আবুল কালাম

বান্দরবানে আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি হলেন আবুল কালাম

বিশেষ প্রতিনিধি।।বান্দরবান।।

বান্দরবান জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। এবার নির্বাচনে সিনিয়র আইনজীবী মুহাম্মদ আবুল কালাম সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বাসিংথুয়াই মার্মা নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) জেলা আইনজীবি সমিতির হলরুমে সকাল ৯টা ভোট গ্রহন শুরু হয় এবং বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহন শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।

ফলাফলে আবুল কালাম ৫২ ভোট পেয়ে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্যারিস্টার ইলিয়াছুর রহমান পেয়েছেন ৪৪ ভোট।

অপরদিকে ৫৩ ভোট পেয়ে সাধারন সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বাসিংথুয়াই মার্মা এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ খলিল পেয়েছেন ৩৯ ভোট।

সহ-সাধারণ সম্পাদক পদে বিজয়ী প্রার্থী মো: আলমগীর চৌধুরী পেয়েছেন ৫৮ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু তালেব ৩৭ ভোট। সহ-সাধারন সম্পাদক (লামা চৌকি আদালতের জন্য) পদে ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো: মামুন মিয়া এবং তার প্রতিদ্বন্দী মোহাম্মদ ইব্রাহীম পেয়েছেন ৪৩ ভোট। অর্থ সম্পাদক পদে জয়নাল আবেদীন ভুঁইয়া ৫১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি দিপংকর দাশ গুপ্ত পেয়েছেন ৪৫ ভোট।

এছাড়াও সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে বিজয়ী হয়েছেন জিয়াউল হক, আইটি সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোঃ মুজাহিদুল ইসলাম, নির্বাহী সদস্য (লামা চৌকি আদালতের জন্য) পদে বিজয়ী হয়েছেন মো: রবিউল উদ্দিন।

এর আগে সহ-সভাপতিপদসহ মোট ৫টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। তারা হলেন সহ-সভাপতি মো: ইকবাল করিম, পাঠাগার সম্পাদক বিমল তঞ্চঙ্গ্যা, নির্বাহী সদস্য পদে মুহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী, শাকিল মাহমুদ খান সবুজ, জান্নাতুল ফেরদৌস।

আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

পাঠকের মতামত

error: