বান্দরবানে অনুপস্থিত চিকিৎসক; সেবা দিচ্ছে অফিস সহায়ক

0
19

আকাশ মারমা মংসিং বান্দরবান।।

প্রতিদিন বিভিন্ন এলাকার থেকে এই স্বাস্থ্য কমপ্লেক্সে শতশত মানুষ চিকিৎসা সেবা নিতে আসেন।

বছরের পর বছর পদায়ন থাকলেও আসেন না কোন চিকিৎসক।

নানা অজুহাত দেখিয়ে প্রতিনিয়ত অনুপস্থিত থাকেন চিকিৎসক। 

পাঁচজন চিকিৎসক থাকার কথা থাকলেও সেখানে রয়েছে একজন মাত্র অফিস সহায়ক।

চিকিৎসক পরিবর্তে অফিস সহায়ক সেবা দিচ্ছেন। এতে আতঙ্কে রয়েছে স্থানীয়রা।

সেবা পেলেও চাহিদা মতন পাচ্ছেন না প্রয়োজনীয় ঔষধ।

দেশের ডাক্তার সংকট রয়েছে। তাই এই সমস্যা নিয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে” বান্দরবান সিভিল সার্জন দিলীপ কুমার দেবনাথ”।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি বাইশারীতে উপস্বাস্থ্য কেন্দ্রে অফিস সহায়ক দিয়ে চলছে সেবা কার্যক্রম। ফলে বিপাকে পড়েছে সেবা নিতে আসা রোগীরা। কাগজে-কলমে বছরের পর বছর পদায়ন থাকলেও আসেন না কোন চিকিৎসক। অভিযোগ আছে- স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী মেডিকেল অফিসার নামে থাকলেও নানা অজুহাত দেখিয়ে প্রতিনিয়ত অনুপস্থিত থাকেন তারা। যার কারণে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত ওই এলাকার প্রত্যন্ত অঞ্চলের মানুষ।

ভুক্তভোগীদের অভিযোগ, প্রতিদিন বিভিন্ন এলাকার থেকে শতশত মানুষ চিকিৎসা সেবা নিতে আসেন এই স্বাস্থ্য কমপ্লেক্সে। কিন্তু সেখানে গিয়ে দেখা পান না চিকিৎসকদের। উন্নতমানে স্বাস্থ্য কমপ্লেক্স থাকার শর্তেও নানা অজুহাত দেখিয়ে অনুপস্থিত থাকেন চিকিৎসকেরা। একজন মেডিকেল অফিসার নামে থাকলেও একটি পলক ও দেখেননি কেউ। ফলে চিকিৎসা সেবা নিতে আসলেও চাহিদা মতন পাচ্ছেন না প্রয়োজনীয় ঔষধ। চিকিৎসক পরিবর্তে অফিস সহায়ক সেবা দিচ্ছেন। এতে আতঙ্কে রয়েছে স্থানীয়রা।

উপজেলা স্বস্থ্য কমপ্লেক্স তথ্য মতে, বাইশারী উপ-স্বাস্থ্যকেন্দ্রে একজন মেডিকেল অফিসার, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, মিডউইফেরি নার্স, একজন ফার্মাসিস্ট ও অফিস সহায়কসহ পাঁচজন থাকার কথা। সেখানে রয়েছে একজন মাত্র অফিস সহায়ক। অনান্য চিকিৎসক খাতা কলমের থাকলেও অজুহাত দেখিয়ে প্রতিনিয়ত অনুপস্থিত থাকেন। ফলে চিকিৎসক না থাকায় অফিস সহায়ক দিচ্ছেন চিকিৎসার সেবা।

জানা গেছে, নাইক্ষ্যংছড়ি বাইশারী ইউনিয়নের হাতের নাগালে উপ- স্বাস্থ্যকেন্দ্র। প্রতিদিন প্রায় শতাধিক মানুষ চিকিৎসা সেবা নিতে আসেন। কিন্তু ডাক্তার না-থাকার কারণে সেবা নিতে ছুটতে হয় গ্রাম থেকে উপজেলা বা জেলা হাসপাতালে। কাগজে-কলমে বছরের পর বছর পদায়ন থাকলেও সেখানেও যান না চিকিৎসকরা। উপ-স্বাস্থ্যকেন্দ্রে একজন অফিস সহায়ক সেবা দিলেও চাহিদা অনুযায়ী সেবা পাচ্ছে না সেবাপ্রত্যাশীরা।

সরেজমিনে দেখা গেছে, এই স্বাস্থ্যকেন্দ্রে সহকারি কমিউনিটি মেডিকেল কর্মকর্তাদের দেখা মেলেনি। সেখানে একজন অফিস সহায়ক চিকিৎসা সেবা দিচ্ছেন রোগীদের। অনেক রোগী চিকিৎসা সেবা না পেয়ে ফেরত চলে গেছে। তাছাড়া একমাস পুর্বে অস্থায়ী ভাবে আরিফা বেগম নামে একজন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার থাকার কথা থাকলেও অনুপস্থিত থাকেন অনেক চিকিৎসক।

সেবা নিতে আসা খালেদা আক্তার,করিম মোল্লাহসহ কয়েকজন রোগী অভিযোগ করে বলেন, উপ-স্বাস্থ্য কেন্দ্রে আসলে শুধু জ্বর আর ঠাণ্ডার ওষুধ পাই তাছাড়া কোন ঔষধ পাচ্ছি না। এত বড় হাসপাতালে বড় ডাক্তারের নিয়োগও আছে কিন্তু কোনদিন দেখা পায়নি। আমরা এর আগে এখানে একজন বড় ডাক্তার দেখেছি। তিনি মাঝে মাঝে এসে আমাদের সেবা দিতেন। অনেক অনেক দিন হয়ে গেল তিনি চলে গেছেন। এরপর আর কাউকে তো দেখি না।

নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবুল মন্জুর সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি মুঠোফোনটি ধরেননি।

এ ব্যাপারে বান্দরবান জেলা পরিষদের স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য এডভোকেট মুহাম্মদ আবুল কালাম বিষয়টি স্বীকার করে বলেন,আমরা সবেমাত্র যোগদান করেছি। এরপরও বাইশারী ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে পরিদর্শন করেছি দেখেছি চিকিৎসক সংকট আছে। বিষয়টি নিয়ে আমরা জেলা পরিষদের মাসিক মিটিং এ উপস্থাপন করে খুব শীঘ্রই চিকিৎসক নিয়োগ দেয়া হবে। আশা করি, নিয়োগ দেয়া হলে এ সমস্যার সমাধান হবে।

বান্দরবান সিভিল সার্জন দিলীপ কুমার দেবনাথ সত্যতা স্বীকার করে বলেন, দেশের ডাক্তার সংকট রয়েছে। তাই এই সমস্যা নিয়ে কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here