বান্দরবানের সেনা জোনের উদ্যেগে ত্রিপুরা ছাত্রাবাস লাইব্রেরীর শুভ উদ্বোধন

0
39

জেলা প্রতিনিধি।।বান্দরবান।।

বান্দরবানের ভাষার মাসে ত্রিপুরা ছাত্রাবাসের পাঠাগারের প্রয়োজনীয় সরঞ্জামাদি ও বই বিতরণসহ পাঠাগারটি উদ্বোধন করা হয়েছে।

বুধবার ( ২১ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলায় লেমুঝিড়ি এলাকায় ত্রিপুরা ছাত্রাবাস লাইব্রেরীতে প্রয়োজনীয় সরঞ্জামাদি ও বই বিতরণ করেন সেনা জোনের জোন কমান্ডার লে: কর্নেল এ এস এম মাহমুদুল হাসান পিএসসি।

এসময় সেনাজোনের উদ্যেগে পাঠাগারের একটি বুকসেলফ, ৩০ টি চেয়ার, দুইটি টেবিল এবং একশত বিভিন্ন প্রসিদ্ধ লেখকদের বই বিতরণ করা হয়।

প্রধান অতিথি লে: কর্নেল এ এস এম মাহমুদুল হাসান বলেন, পাঠ্যপুস্তক হতে জ্ঞান আহরণের পাশাপাশি লাইব্রেরী মানুষের বাহ্যিক জ্ঞানকে আরো বেশি প্রসারিত করে। বই পড়া মানুষকে যেমন আনন্দ দেয় তেমনি জ্ঞানী করে তোলে। সুতরাং সবকলের প্রতি এই আহবান থাকবে যে, এই পাঠাগারটিকে সদ্য ব্যবহার করে অর্জিত জ্ঞানকে নিজের দেশের জন্য বিলিয়ে দেবে বলে আমি বিশ্বাস করি । সেনা রিজয়নের এই মহতী কর্মকাণ্ডগুলো বর্তমানে ন্যায় ভবিষ্যতেও চলমান থাকবে।

অনুষ্ঠানে ইউএনডিপি চেয়ারম্যান জনাব খুশী রয় ত্রিপুরা, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব অংসাহ্লা মারমা, স্থানীয় জনপ্রতিনিধি কারবারিসহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here