উচ্চপ্রু মারমা।। রাজস্থলী।।
রাঙামাটির রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নে বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এলাকার যুব সমাজের উদ্যোগে এবং এলাকাবাসীর সহযোগিতায় শনিবার ( ২৭ এপ্রিল) সাংগ্রাঁই জল উৎসব অনুষ্ঠিত হয়।
এই উপলক্ষে এদিনে সকাল ১০ থেকে বিকেল ৫ টা পর্যন্ত মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় শিল্পীরা মনোমুগ্ধকর নৃত্য ও গান পরিবেশন করেন। এছাড়া আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় একক গান ও দ্বৈত গান পরিবেশিত হয়।
এর আগে এদিন সকালে সাংগ্রাঁই জলকেলী অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা।প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা,গেষ্ট অব অনার বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শ.ম.মুবতাসীম মালিয়াত সৌধ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উপ পরিচালক ডাঃ অংসুই মারমা, বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখ্যাইমং চৌধুরী, নিবার্হী প্রকৌশলী মংওয়াইচিং মারমা, চাথোয়াইমং মারমা,সুইথিমং মারমা সহ এলাকার যুব সমাজের নেতৃবৃন্দ, স্থানীয় হেডম্যান কারবারি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।