।।বাঘাইছড়ি প্রতিনিধি।।
রাঙ্গামাটির বাঘাইছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাঘাইছড়ি পৌরসভার ২ ও ৩নং ওয়ার্ড শাখার উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ নভেম্বর) রাতে পৌরসভার ৩নং ওয়ার্ডের মুসলিম ব্লক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হায়দার আলী, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা।
এছাড়াও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আলম, পৌর বিএনপির সহ সভাপতি মোহাম্মদ হোসেন, পৌর বিএনপির সহ সভাপতি কাজী মোস্তফা, সহ সভাপতি আব্দুস শুক্কুর, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সহ পৌর বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
আলোচনা সভার শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ সারাদেশের বিএনপি পরিবারের নিহত সকল নেতাকর্মী ও ৫ আগস্টপূর্বে ফ্যাসিস্ট সরকার পতনে আন্দোলনে শাহাদাত বরণ করা সকলের আত্মার মাগফেরাত কামনায় দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
সভায় বক্তারা বলেন, বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময়ে জাতীয়তাবাদী দল বিএনপি বাঘাইছড়িতে মুক্ত মাঠে কোন কর্মীসভা করতে দেয়নি, তারা শুধু আমাদের দলীয় কার্যাক্রমে বাধা দেয়নি তারা কেড়ে নিয়েছে মানুষের ভোট প্রদানের নাগরিক অধিকার, ৫ আগস্টে ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে হাসিনা সরকার পতনের পর বর্তমানে বাংলাদেশের মানুষ ও সকল রাজনৈতিক দল কোন বাধা ছাড়া মনের ভাব প্রকাশ করতে পারছে এবং আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে।
বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনে বিপুল ভোটে জাতীয়তাবাদী দল বিএনপিকে নির্বাচিত করে দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।