
মোঃ মহিউদ্দিন বাঘাইছড়ি।।
নানা আয়োজনের মধ্যে দিয়ে রাঙ্গামাটির বাঘাইছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা বিএনপি কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
বিকাল ৩ ঘটিকায় টায় উপজেলা ছাত্রদল ও পৌর ছাত্রদল এবং কাচালং সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। পরে হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, মাছের পোনা অবমুক্ত এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
র্যালীটি উপজেলা বিএনপি কার্যালয় থেকে শুরু করে চৌমুহনী, উপজেলা সদর ঘুরে বাঘাইছড়ি বিশ্রামাগারে এসে শেষ হয়। র্যালীতে উপজেলার সাবেক ও বর্তমান ছাত্র নেতাদের মিলনমেলায় পরিণত হয়। এতে কলেজ ছাত্রদল আহ্বায়ক মোঃ নুর কবির এর নেতৃত্বে কয়েকশত নেতাকর্মী র্যালীতে যোগ দেন।
এসময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ হুমায়ুন রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু।
উদ্বোধক হিসেবে ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপি সভাপতি মোঃ ওমর আলী, বিশেষ অতিথি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আলম, সহ কৃষি বিষয়ক সম্পাদক মোঃ সেলিম উদ্দিন বাহারী।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জিন্নাত তালুকদার, পৌর আহ্বায়ক ইউনুস মানিক, সদস্য সচিব সোহেল রানা, কলেজ ছাত্রদলের আহ্বায়ক নুর কবির, সদস্য সচিব সারোয়ার গাজী সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।