
মোঃ মহিউদ্দিন।।বাঘাইছড়ি।।
রাঙ্গামাটির বাঘাইছড়িতে নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (২৮ ডিসেম্বর)দিনব্যাপী এসব কর্মসূচির মধ্যে ছিল- বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনাসভা, চট্টগ্রাম থেকে আগত শিল্পীদের কন্ঠে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ব্যান্ড শো।
বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে জাসাস-এর কর্মসূচির শুরু হয়। পরে চৌমুহনী মুক্ত মঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় উপজেলা ও পৌর শাখা জাসাস-এর আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা জাসাস সাধারণ সম্পাদক মোঃ সোলেমান ও পৌর জাসাস সাধারণ সম্পাদক আমির হোসেন এর সঞ্চালনায়, সভাপতিত্ব করেন উপজেলা জাসাসের সভাপতি মোঃ সিদ্দিক আলী।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন বাবু, উদ্ভোধক উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী, প্রধান বক্তা রাঙ্গামাটি জেলা জাসাস সভাপতি মোঃ কামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাঙ্গামাটি জেলা জাসাস সাধারণ সম্পাদক পটন চাকমা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমতুল্লাহ খাজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল আলম,উদ্ভ সহ জেলা, উপজেলা, পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন এবং বিভিন্ন ইউনিয়ন জাসাসের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা জাসাসকে ধন্যবাদ জানায় সুন্দর ভাবে আয়োজন পরিচালনা করার জন্য এবং বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামী জাতীয় নির্বাচনে ২৯৯ নং রাঙ্গামাটি আসনে বিপুল ভোটে ধানের শীষ প্রতিকে যাকে মনোনয়ন দেয়া হবে তাকে নির্বাচিত করে বেগম খালেদা জিয়াকে উপহার দেওয়ার আহ্বান জানিয়ে সকলকে এক হয়ে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।