প্রদীপ প্রজ্জলনের মধ্যদিয়ে থানচিতে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদের আত্মার শান্তি কামনা 

0
37

নিজস্ব প্রতিবেদক।।থানচি।।

বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের আন্দোলনে ‌ সকল শহীদের ‌ আত্মার শান্তির কামনায় বান্দরবানের থানচি উপজেলা সদরে মৈত্রী শিশু সদন বৌদ্ধ বিহারের উপজেলা বিএনপি’র বৌদ্ধ সম্প্রদায়ের শুক্রবার সন্ধ্যা ‌প্রদীপ প্রজ্জলন ও আর্শীবাদ প্রার্থনা অনুষ্ঠিত হয়।

মৈত্রী শিশু সদন বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষ উ ওয়ারা মহাথের পরিচালনায় সমাবেত প্রার্থনায় বিএনপি নেতা মংসাগ্য মারমা, উচমং মারমা, শৈবাথোয়াই মারমা, যুব দলের নেতা মংসিংহাই মারমাসহ অনেকে উপস্থিত ছিলেন।

প্রদীপ প্রজ্জলনের অংশগ্রহনকারী নেতারা সাংবাদিকদের বলেন, এই আন্দোলনে সর্বস্তরের জনগণ মাঠে ছিল বলেই শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে। আমরা সবাই দ্বীতীয় বারের মতো স্বাধীনতা অর্জন করেছি ।এই স্বাধীনতা ধরে রাখতে হবে। দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে হবে। দেশটাকে ভালোমতো গড়ে তুলতে হবে। এজন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। আমাদের মধ্যে যেন কোন বিভেদ বা অহংকার না থাকে সেদিকে সবার লক্ষ্য রাখতে হবে ।

একই সাথে এই ছাত্র আন্দোলনের যারা শহীদ হয়েছেন তাদের রুহের শান্তি সমৃদ্ধি কামনা করা হয় ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here