পাহাড়ে  ইতিহাসের স্থান করল থানচির প্রেস ক্লাব

0
29

অনুপম মারমা।।থানচি।।

বান্দরবানের থানচি উপজেলার ইতিহাসের স্থান করে নিল সাংবাদিকদের সংগঠন উপজেলার প্রেস ক্লাবের কমিটির সদস্যরা।  বাংলাদেশের স্বাধীনতা ৫৪ বছর পুর্তিতে ২০২৫ সালে স্মৃতিতে অম্লান করে রেখেছিল একদিন।

উপজেলার সামাজিক, রাজনৈতিক, শিক্ষা,স্বাস্থ্য,
যোগাযোগ, অবকাঠামোগত উন্নয়নের প্রাথমিক ভূমি রেখে নিজেদের জীবনের উৎসর্গ করে গেছেন এমন কৃতি সন্তানদের মরনোত্তর সম্মাননা দিয়ে উপজেলার সর্বস্তরের প্রশংসা পঞ্চমুখ ঝুগিয়েছে মানুষের ভালবাসা স্থান করে নিয়েছে।

কৃতি সন্তানদের মধ্যে ১৯৮১ সালে উপজেলা নাম করনের পর প্রথম উপজেলা চেয়ারম্যান হিসেবে থানচির আপামর জনতার ভোটে নির্বাচিত হন চন্দনাইস উপজেলার খাগরিয়া গ্রামের বাসিন্দা মো: ইউছুপ, তিনি ১৯৮৪ থেকে ৮৯ পর্যন্ত উপজেলাকে পরিষদ সহ অবকাঠামো উন্নয়নের অগ্রনী ভূমিকা রেখে গত ২০০৫ সালে পৃথিবীর মায়া ত্যাগ করেন। ৩৬০ নং কোয়াইক্ষ্যং মৌজা হেডম্যান বয়ক ম্রো তিনি ১৯৭৮ সালে হেডম্যান প্রতিনিধিত্ব করেন ১৯৮১ হতে ১৯৯৬ পর্যন্ত এক টানা উপজেলা পরিষদ,থানা, বিজিবি ক্যাম্প, হাসপাতাল, হাট বাজারসহ নানান সরকারী বেসরকারী স্থাপনা গুলি জমি দান করে গেছেন এবং  উন্নয়নের প্রাথমিক ভূমিকা ও অসামান্য অবদান রেখে উৎস্বর্গ করে কৃতিত্ব অর্জন করে গেছেন ২০০৭ সালে তিনি বার্ধক্য জনিত রোগে মারা যান। সাতকানিয়া বাজালিয়া নিবাসী মংওয়ে মাহাজন থানচি সদর ইউনিয়নের দুইবারের চেয়ারম্যান নির্বাচিত হয়ে পাকিস্তান সরকারের টগর উপাদি প্রাপ্ত অন্য রকম সমাজপতি হিসেবে অসামান্য অবদান ভূষিত হন। একই ভাবে সাতকানিয়া উপজেলা নিবাসী অনিল কুমার বিশ্বাস থানচি সরকারী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠাতা,উষামং হেডম্যান কলেজের জমি দান করে, মংসুইথোয়াই হেডম্যান বলিপাড়া বাজার উচ্চ বিদ্যালয়ের জমি দান করে, শৈক্যউ চেয়ারম্যান নাইক্ষ্যং পাড়া স্কুলের জমি দান করে, ঞয়হ্রাণ মারমা নাইদারী পাড়া স্কুল দান করে অসামান্য অবদান, সাংবাদিক চবাথুই মারমা পশ্চাৎপথ উপজেলা গণমাধ্যমে তুলে  কৃতিত্ব অর্জনকারীদের মধ্যে ১০ জনকে সম্মাননা ক্রেস্ট তাদের স্বজনদের হাতে তুলে দিয়ে থানচি উপজেলা প্রেস হয়ে উঠে জননন্দিত স্থানের।

থানচি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম এ কৃতিত্ব অর্জনকারীদের ঘরে ঘরে গিয়ে তাহাদের জীবন বৃত্তান্ত ইতিহাসের অংশগ্রহনের কাহিনী, ছবি তথ্য সংগ্রহ করেন।

পাহাড়ের দুর্গম উপজেলা থানচিতে প্রথমবারের মতো ১০ জন কৃতি সন্তানদের সর্বপ্রথম উপজেলার বিভিন্ন উন্নয়ন ও অবদানের কৃতিত্ব ১০ জন মরণোত্তর গুণীজনদের সম্মাননা, ১০জন জীবিত গুণীজনদের সংবর্ধনা ১০ জন অতিথিদের শুভেচ্ছা স্বারক ক্রেস প্রদান থানচি প্রেসক্লাবের কার্যকরি কমিটির অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি বৃহস্পতিবার (৯ জানুয়ারী) দুপুর সাড়ে ২টায় উপজেলা মাল্টিপারপাস হল রুমে স্থানীয় এনজিও সংস্থা বিএনকেএস ও হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের সহযোগিতায় বিএনকেএস উপ-সহকারী পরিচালক উবানু মারমা সঞ্চালনায় প্রেস ক্লাবের সভাপতি  মংবোওয়াংচিং মারমা (অনুপম) সভাপতিত্বে  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রাকিব হাসান চৌধুরী, জেলা পরিষদের সদস্য খামলাই ম্রোঃ, জেলা পরিষদের সদস্য এ্যাডভোকেট উবাথোয়াই মারমা, সাবেক উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা, বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম (বাচ্চু), সাধারণ সম্পাদক মিনারুল হক,দৈনিক প্রথম আলো জেলা প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা, বিএনকেএস নির্বাহী পরিচালক হ্লাসিংনু মারমা, হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনে নির্বাহী পরিচালক মংমংসিং মারমা গুনিজনদের হাতে ক্রেস তুলে দেয়া হয়।

 

প্রেস ক্লাবের সদস্যরা দাবী করেন, মরনোত্তর গুনিজনদের নামে সরকারী বেসরকারী অবকাঠামো ভবন, রাস্তা, সড়কের মরনোত্তর কৃতিসন্তানদের নামে নাম করণ, অডিটরিয়ান হলে কৃতিত্ব অর্জনকারীদের ছবি টাংঙানো স্থান করে নেয়া, পর্যটন কেন্দ্র গুলিতে বিক্রিত নাম গুলিকে শুদ্ধ নামের নাম করণসহ নানান দাবী সম্মিলিত দুই টব স্বারক লিপি জেলা প্রশাসক ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের নিকট হস্তান্তর করা হয়। স্বারক লিপিতে উপস্থিত সকলের গণস্বাক্ষর করেন।

অনুষ্ঠানের ইলেক্ট্রনিক, প্রিন্ট সাংবাদিক, প্রগতিশীল বুদ্ধিজীবি, হেডম্যান, কারবারী, লেখক, শিক্ষক, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে নেতা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীসহ ৫শতাধিক জনতার স্বতস্ফুর্ত অংশ গ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here