ডেক্স রিপোর্ট।।
রাঙ্গামাটির কাউখালি উপজেলা দল হয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব (অনুর্ধব-১৭) গোল্ডকাপ টুর্নামেন্ট দিয়ে তার যাত্রা শুরু করেছে উমেহ্লা মারমা।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাউখালি উপজেলার উসাথোয়াই মার্মা ও উচিংবাই মার্মা এর মেয়ে উমেহ্লা মারমা। এএফসি চ্যাম্পিয়নশীপ-২০২২ এ অনুর্ধ্ব-১৫ বয়সভিত্তিক বাংলাদেশ জাতীয় দলে প্রথম অংশগ্রহণ করে রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। পরে ২০২৩ সালে এএফসি কোয়ালিফাইয়িং অনুর্ধ্ব-১৭ বয়সভিত্তিক বাংলাদেশ জাতীয় দলের হয়ে অংশগ্রহণ করে গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে চুড়ান্ত পর্বে খেলার গৌরব অর্জন করে।
বাফুফে জানান, এ চলতি বছরের সাফ অনুর্ধ্ব-১৯ চ্যাম্পিয়শিপ-২০২৪ বয়সভিত্তিক বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।