
উপজেলা প্রতিনিধি।।থানচি।।
বান্দরবান জেলা পুলিশ সুপার মো: শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) বলেছেন, পাহাড়ে সকল সম্প্রদায়ের ঐক্য থাকলে , এ আঁধার কেটে যাবে পর্যটক নির্ভর অর্থনীতি ধোঁয়ার শ্রীঘ্রই খুলে যাবে ও চেষ্টা চালিয়ে যাচ্ছি। সন্ত্রাস নৈরাজ্য অন্যায়কারীদের কোন আপোষ নেই ছাড়ও নেই। পুলিশ জনগন ভাই ভাই এবং অসম্প্রদায়িকতা অটল থাকবে নিশ্চয়। এ ক্রান্তিলগ্নে থানচি উপজেলাবাসীদের আচারণ মনোভাব প্রশাসনিক দৃষ্টিতে সন্তোষজনক অবস্থানের রয়েছে। বৃহস্পতিবার থানচি থানা হল রুমে জনগন ও পুলিশের এক মতবিনিময় সভা প্রধান অতিখি বক্তব্যে এসব কথা বলেন।
পুলিশ জনতা এক লক্ষ্যে থানচি থানা আয়োজনের থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাছির উদ্দিন মজুমদার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায়, সাবেক ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা,সাবেক নারী ভাইস চেয়ারম্যান নুমেপ্রু মারমা,প্রধান শিক্ষক নূর মোহাম্মদ,প্রেস ক্লাবের সভাপতি অনুপম মারমা,ছাত্র সংগঠনের সমন্বয়ক মংমে মারমা,ধর্মীয় গুরু ভান্তে উ, ইউছাড়াদা থের প্রমূখ বক্তব্য রাখেন।
পুলিশ সুপার বলেন, রংধনু যেমন দেখতে সুন্দর চমৎকার সেভাবে আমাদের মনোভাব সুন্দর চমৎকার রাখতে হবে। ইতিহাসের সম্প্রীতি বান্দরবান থাকবে আগামিতে দেখতে চাই। পর্যটক ভ্রমনের উপর নিষেধাজ্ঞা বিষয়ের প্রশাসনিকভাবে সন্তোষজনক অবস্থানে পৌঁছেছে।