পরীক্ষা দিতে এসে অকালে প্রাণ হারালো পাইমে

0
37

উচ্চপ্রু মারমা।। রাজস্থলী।।

বান্দরবান থেকে অটোরিকশাযোগে (সিএনজি) রাঙ্গুনিয়া সরকারি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠিত পরীক্ষায় অংশ নিতে যাচ্ছিলেন পাই মে মারমা (৪০)। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে তার। অংশ নেওয়া হলো না পরীক্ষায়। পর্যটকবাহী ঘাতক বাস তার ইচ্ছা পূরণ করতে দিল না।

শুক্রবার (২৯ নভেম্বর) বেলা ১১টার দিকে চন্দ্রঘোনা থানাধীন বাঙালহালিয়া ইউনিয়নের ডাকবাংলো পাড়ায় মর্মান্তিক ঘটনাটি ঘটে। এ সময় পর্যটকবাহী বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত হন পাইমে মারমা নামে ওই নারী। আহত হন অটোরিকশাচালকসহ আরো ৪ জন।

নিহত পাই মে মারমার এক আত্মীয় জানান, বিগত দুই বছর আগে তার স্বামী ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। একটি ছেলে সন্তান আছে। পেশায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। উচ্চতর ডিগ্রি নিতে তিনি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে স্বপ্ন বুনেছিলেন। কিন্তু সড়ক দুর্ঘটনা সব শেষ করে দিল।

এদিকে এ ঘটনায় পর্যটকবাহী বাসচালককে হেলপারসহ বাসটি গ্রেপ্তার করেছে চন্দ্রঘোনা থানা পুলিশ। থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল জানান, এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রসঙ্গত, রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা- বাঙালহালিয়া সড়কটি দিন দিন মরণফাঁদে পরিণত হচ্ছে। বিশেষ করে আঁকা বাঁকা সড়কটিতে প্রায়সময় ঘটছে দুর্ঘটনা। ঝরছে অকালে অকাতরে নিষ্পাপ প্রাণ। সড়কটির উন্নয়ন ও নিরাপদ করে তোলার দাবি জানিয়েছে এলাকাবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here