নানিয়ারচর জোন কর্তৃক শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠানে প্রণোদনা প্রদান

0
24

।।তুফান চাকমা, নানিয়ারচর।।

রাঙামাটির নানিয়ারচর জোন (১০ বীর)কর্তৃক শারদীয় দূর্গা পূজা উপলক্ষে প্রণোদনা প্রদান করা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) ”সম্প্রীতি ও উন্নয়ন” প্রকল্পের আওতায় অত্র জোনের আওতাধীন শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠান জাঁকজমক পূর্ণভাবে পালনের জন্য নানিয়ারচর জোনের পক্ষ হতে প্রণোদনা প্রদান কর্মসূচীর আয়োজন করা হয়।

এসময় নানিয়ারচর জোন কমান্ডার বিএ-৭৫৯৭ লেঃ কর্ণেল তামজিদুর রহমান চৌধুরী (পিএসসি)
মন্দির সভাপতির নিকট উক্ত প্রণোদনা হস্তান্তর করেন।

জোন সূত্র জানায়, বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন দায়িত্বপূর্ণ এলাকায় জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে দায়িত্বপূর্ণ এালাকার বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান উদযাপন এবং ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নতিকল্পে এমন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা অব্যাহত রেখেছে।

এদিকে, নানিয়ারচর জোন কর্তৃক পরিচালিত এমন কর্মকাণ্ডে স্থানীয় সকল স্তরের জনগণ নিরাপত্তা বাহিনীর প্রতি সাধুবাদ জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here