নানিয়ারচরে আস্থা প্রকল্পের ৪র্থ ত্রৈ-মাসিক ইয়ুথগ্রুপ সক্রিয়-করণ সভা

0
22

নানিয়ারচর প্রতিনিধি।।রাঙ্গামাটি।।

রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় আজ বৃহস্পতিবার সকালে আস্থা প্রকল্পের ৪র্থ ত্রৈ-মাসিক ইয়ুথগ্রুপ সক্রিয়-করণ সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন প্রকল্পের ইয়ুথগ্রুপের যুগ্ম আহবায়ক জনাব হালিমা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর সদর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব বাপ্পী চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস্থা প্রকল্পের জেলা সমন্বয়ক জনাব বিপ্লব চাকমা ও মনিটরিং ও রিপোর্টিং অফিসার জনাব রত্ন জ্যোতি চাকমা।

সুইস এম্বেসি, বাংলাদেশ-এর অর্থায়নে আস্থা প্রকল্পটি স্থানীয় উন্নয়ন সহযোগি সংস্থা আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস রাঙ্গামাটি পার্বত্য জেলার দশটি উপজেলায় বাস্তবায়ন করছে। প্রকল্পটি অক্টোবর ২০২৩ থেকে শুরু হয়ে মার্চ ২০২৬ খ্রীঃ শেষ হওয়ার কথা রয়েছে। প্রকল্পের ফিল্ড অফিসার জনাব রবীন চন্দ্র চাকমা স্বাগত বক্তব্যে বলেন,“ আস্থা প্রকল্পের মূল উদ্দেশ্য যুব ক্ষমতায়ন। এ প্রকল্পের মাধ্যমে তৃণমূল পর্যায়ে একটি সহনশীল সমাজ নির্মাণে যুবাদের ভূমিকা রাখা, বয়স্কদের সাথে যুবদের সংযোগ ঘটিয়ে যুব নেতৃত্বের বিকাশ ঘটানো ও গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ২০১৭ সালের যুবনীতির আলোকে যুবদের দেশের সামগ্রিক উন্নয়নের মূল ধারায় নিয়ে আসার উদ্যোগ গ্রহণ করা হবে। তাছাড়া, যুব ক্ষমতায়ন করতে গিয়ে প্রকল্প থেকে যুবদের সুশাসন, নাগরিক অধিকার, তথ্য-অধিকার ও যুবনীতি বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।”

প্রধান অতিথি নানিয়ারচর সদর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান বাপ্পী চাকমা বলেন,“স্বেচ্ছাসেবামূলক কাজগুলো প্রবীণরা পারেনা, যুবারাই পারে। নানিয়ারচরে ঘরে ঘরে অনেক আইএ, বিএ পাশ যুবব-যুবতী রয়েছে। তারা আস্থা প্রকল্পের মত সমাজ ও দেশের কল্যাণে স্বেচ্ছাসেবামূলক কাজে যুক্ত হয়ে নিজের পরিচিতি এবং অভিজ্ঞতা বাড়াতে পারে এবং সমাজ দেশে অবদান রাখতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here