নানিয়ারচরে আগুনে পুরে যাওয়ার বাড়ি পরিদর্শনে নানিয়ারচরে ইউএনও

0
45

তুফান চাকমা।।রাঙামাটি।।

রাঙামাটির নানিয়ারচর ইউএনও মো. আমিমুল এহসান খান উপজেলার সাবেক্ষং ইউনিয়নের উচ্চ কেঙ্গালছড়ি গ্রামে আগুনে পুড়ে যাওয়া সুপন চাকমার বাড়ি পরিদর্শন করেছেন।

রবিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় বিদ্যুৎতের সর্টকার্ট থেকে বসতঘরে আগুন লেগে সবকিছু পুরে ছাই হয়ে যায়। পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

খবর পেয়ে সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করতে যান নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মো. আমিমুল এহসান খান ও ১নং সাবেক্ষং ইউপি চেয়ারম্যান সুপন চাকমা।

এসময় ইউএনও দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সুপন চাকমার পরিবারকে শান্তনা দিয়ে বলেন, দূর্ঘটনার উপর কারোর হাত নেই। আপনারা চিন্তা করবেন না, আমি আপনাদের পাশে আছি। এসময় তিনি ২০কেজি চাউল, কম্বল ৩টি, পাতিল ১টি, কলসি ১টি সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র সহযোগিতা প্রদান করেন। এছাড়াও পরিবারটিকে আপাতত মাথাগোঁজার ঠাই এবং পরবর্তীতে টিনশেড ঘরের ব্যবস্থা করে দেওয়া হবে বলে আশ্বাস দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here