নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিষ্ফোরনে একজন আহত

0
67

উপজেলা প্রতিনিধি।।নাইক্ষ্যংছড়ি।।

বান্দরবানের মিয়ানমার সীমান্তবর্তী আশারতলী নো মেন্সল্যান্ডে স্থল মাইন বিস্ফোরণে মুহাম্মদ ইব্রাহিম (৪৭ ) নামে এক ব্যাক্তি গুরুত্বর আহত হয়েছেন।

শনিবার (৩ মার্চ) দুপুরে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নে জারুলিয়াছড়ি এলাকায় নো-মেন্সল্যান্ডে এই ঘটনা ঘটে।

আহতব্যক্তি নাইক্ষ্যংছড়ি সদর উপজেলার আশারতলীর গ্রামের মেহের আলীর ছেলে।

স্থানীয় ও ইউপি সদস্যরা জানান, শনিবার সকালে মিয়ানমার ঘেষা নাইক্ষ্যংছড়ি আশারতলী সীমান্ত এলাকার থেকে চোরাই গরু আনতে যান তিনি। এসময় সীমান্তের ৪৬-৪৭ পিলার সংলগ্ন জারুলিয়াছড়ি এলাকায় নোম্যান্সল্যান্ডের স্থলমাইন বিস্ফোরণে মুহাম্মদ ইব্রাহিম (৪৭) আহত হন।

পরে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল প্রেরণ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মুহাম্মদ আলী হোসেন জানান, ৭ ও ৮ নং ওয়ার্ড একদম লাগোয়া সীমান্তের ওপারে মিয়ানমার ভূখণ্ডে মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহতে খবর শুনতে পেয়েছি।

খোঁজ নিয়ে জানা গেছে, নাইক্ষ্যংছড়ি জারুলিয়া আশারতলী সীমান্ত দেড়-দুই কিলোমিটার দূরত্বে নো-মেন্সল্যান্ডে পিলার ৪৬ ও ৪৭ এর মধ্যবর্তী ওপারে মিয়ানমারের রাজ্য। গত বছর শুরুতে নাইক্ষ্যংছড়ি সীমান্তের চাকঢালা, আশারতলী, ফুলতলী, কম্বনিয়া, জারুলিয়াছড়ি,জামছড়ির কয়েকটা পয়েন্টে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে প্রতিদিন মিয়ানমার থেকে শত শত চোরাই গরু নিয়ে আসছে কয়েকটি সিন্ডিকেটের সদস্য।’ এরপর বিজিবি সীমান্ত টহল জোরদার করাতে অনেক চোরাকারবারীরা এপারে নিয়ে আসা গরু আটক করতে সক্ষম হয়। চোরাকারবারিদের গরু পাচার ও রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির জোরদার টহল অব্যহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here