দুর্নীতিবাজদের ছাড় দেওয়া হবে না: শাহ্ মোজাহিদ উদ্দিন

0
17

ডেক্স রিপোর্ট।। 

দুর্নীতিবাজদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বান্দরবানের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহ্ মোজাহিদ উদ্দিন। তিনি বলেছেন, অন্যায় কর্মে যারা আছে তাদের ছাড় দেব না। দুর্নীতিবাজদের বিরুদ্ধে অ্যাকশন চলবে এবং মামলার আসামিদের আইনের আওতায় আনা হবে। আজ সোমবার উপজেলা হল রুমে এক মাসিক সভায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বান্দরবান জেলাসহ সাতটি উপজেলায় সরকারি প্রত্যেক দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা সৎ ও সততার সাথে কাজের প্রতি দাম দিয়েছেন বলে আজ কোনো দপ্তর থেকে পদত্যাগ বা বরখাস্ত হয়নি। এটি প্রমাণ করে যে বান্দরবান জেলা একটি সম্প্রীতি জেলা। তাই সবাইকে আন্তরিক সহকারে কাজ করতে হবে।

তবে রুমা উপজেলায় ব্যাংক ডাকাতি কালে পুলিশ ও আনসার সদস্যদের কাছ থেকে যে অস্ত্র ও গুলি গুলো কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) নিয়ে গেছে, সে অস্ত্র গুলো উদ্ধারের কাজ চলমান থাকবে।

আর একটি বিষয় বলেছেন, বিভিন্ন জায়গায় রাস্তার কাজ বাস্তবায়ন হয়ে গেলে পরিস্থিতি দেখে পর্যটন স্থানগুলো খুলে দেওয়া হবে। সে সাথে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ বাহিনীদের সহযোগিতা অবশ্যই দরকার। আজ (৯ সেপ্টেম্বর ) সোমবার সকালে বান্দরবানে রুমা উপজেলায় পরিষদ হলরুমে আয়োজিত আইন শৃঙ্খলা সার্বিক পরিস্থিতি বিষয়ে মতবিনিময় সভা কালে তিনি এ কথা জানান।

এসময় উপস্থিত ছিলেন, রুমা উপজেলার নির্বাহী কর্মকর্তা, সহকারী ভূমি অফিসার, রুমা জোন কমান্ডার প্রতিনিধি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকেরা প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here