দহেন বিকাশ ত্রিপুরা।।খাগড়াছড়ি।।
খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালার মেরুং ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরি মানবিক সহায়তা প্রকল্পের নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০জুলাই) দুপুরে ছোট মেরুং উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। স্টার্ট ফান্ড বাংলাদেশ এর অর্থায়নে কারিতাস বাংলাদেশের কারিগরি সহযোগিতায় পাহাড়ের বেসরকারি উন্নয়ন সংস্থা “জাবারাং কল্যাণ সমিতি” এ কর্মসূচী বাস্তবায়ন করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মামুনুর রশীদ। সভায় স্বাগত বক্তব্য রাখেন জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা। এসময় তিনি প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে তুলে ধরে উপস্থাপন করেন।
বিতরণ অনুষ্ঠানে জাবারাং কল্যাণ সমিতির প্রোগ্রাম কো-অর্ডিনেটর বিনোদন ত্রিপুরার সঞ্চালনায় দীঘিনালা উপজেলার ১নং মেরুং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাহমুদা বেগম (লাকী)’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর মোঃ মাঈন উদ্দিন, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, ছোট মেরুং উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কে এম ইসমাইল হোসেন, মেরুং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ঘনশ্যাম ত্রিপুরা, ছোট মেরুং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোকলেছুর রহমান, কারিতাস বাংলাদেশ’র বন্যায় ক্ষতিগ্রস্তদের জরুরি মানবিক সহায়তা প্রকল্পের সমন্বয়কারী (চট্টগ্রাম অঞ্চল) ড্যানিয়েল ধ্রিতু স্ন্যাল, দীঘিনালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রমুখ।
সভা শেষে মেরুং ইউনিয়নের ৩শ ৪৯জন পরিবারকে শর্তহীন নগদ অর্থ ৬হাজার টাকা তুলে দেন অতিথিরা। এছাড়াও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হিসেবে ঢাকনাসহ বালতি ১টি, প্লাস্টিকের মগ (১.৫ লিটার) ১টি, গোসলের সাবান (১৫০ গ্রাম) ২টি, ডিটারজেন্ট পাউডার (৫০০গ্রাম) ২ প্যাকেট, স্যানিটারি ন্যাপকিন ১ প্যাকেট, ওআরএস ৫টি, নেইল কাটার (বড় সাইজ) ১টি বিতরণ করা হয়।