রেমবো ত্রিপুরা।।থানচি।।
বান্দরবানের থানচিতে সম্প্রীতি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ৮ম তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ১০টা সময় বলি বাজার উচ্চ বিদ্যালয় সভা কক্ষে সম্প্রীতি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ৮ম তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন, সম্প্রীতি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর চেয়ারম্যান রাফায়েল মনিরাম ত্রিপুরা। সভা সঞ্চালনায়, সাধারণ সম্পাদক মংক্যহ্লা মারমা।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বলিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াঅং মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালব জেলা ব্যবস্থাপক সমীকরণ কান্তি দাশ, উপজেলা সমবায় সহকারী পরিদর্শক নিথোয়াই চাক, থাইক্ষ্যং মৌজা হেডম্যান মংপ্রু মারমা, বংধ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান এন্দ্রিজয় ত্রিপুরা প্রমুখ। এছাড়া সমিতির সকল সদস্য ও সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্প্রীতি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ ২০১৪ সালে স্থাপিত। যার রেজিস্ট্রেশন নম্বর ৬৬৮, (০২/১২/২০২০) বা/বান। এযাবৎ সমিতির মূলধন ৫১ লক্ষ ৯৮ হাজার ৪৭৫ টাকা। এর সদস্য সংখ্যা ৪০০জন। ৮ম তম বার্ষিক সাধারণ সভায় ব্যবস্থাপনা, পর্যবেক্ষণ ও ঋণদান কমিটির ২০২২-২০২৩ অর্থ বছরের প্রতিবেদন উপস্থাপন করা হলে উপস্থিত সর্বসম্মতিক্রমে অনুমোদন দেয়া হয়েছে।