থানচিতে ব্যাপক গোলাগুলি;আতঙ্কে এলাকাবাসী 

0
35

আকাশ মারমা মংসিং।।বান্দরবান।।

বান্দরবানের থানচিতে সোনালী ব্যাংক ডাকাতির চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে পুলিশ ও বিজিবি’র ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে থানচি স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানচি বাজার ও স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মো. রায়হান কাজেমী।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ৮টার দিকে ৭০-৮০ জনের কেএনএফের একটি সশস্ত্র দল থানচি বাজার সংলগ্ন সোনালী ব্যাংকে আক্রমণের চেষ্টা চালায়। এসময় ব্যাংকের নিরাপত্তা কর্মী ও পুলিশের সাথে গোলাগুলি শুরু হয়। পরে পুলিশের সাথে বিজিবি সদস্যরাও যোগ দেয়। এসময় তিন পক্ষের মধ্যে প্রায় দুইঘণ্টা ব্যাপী গুলি বিনিময়ের ঘটনা ঘটে। পরে পুলিশ ও বিজিবি’র গুলির মুখে টিকতে না পেরে কুকি চিন সদস্যরা পিছু হাঁটে। প্রতিবেদন লেখা পর্যন্ত কোন প্রকার হতাহতের খবর পাওয়া না গেলেও চরম আতঙ্কে অনেকটাই গৃহবন্দির মত অব্স্থায় রয়েছেন স্থানীয়রা।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুন জানান, সন্ধায় সাড়ে আটটার পর বাজার এলাকায় ব্যাপক গোলাগুলি ঘটনা ঘটেছে। তবে কে বা কারা গুলিবর্ষণ হচ্ছে সে ব্যাপারে নিশ্চিত নয়। তবে স্থানীয়রা সবাই আতঙ্কে আছে।

থানচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন জানান, সন্ত্রাসীদের আক্রমণ করায় আইনশৃঙ্খলা বাহিনী থেকে ৫০০ রাউন্ড গুলি বির্ষণ করা হয়েছে। তবে পুলিশের টিম সবসময় সজাগ রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here