।।থানচি প্রতিনিধি।।
“জন্ম মৃত্যু নিবন্ধন, আনবে দেশে সুশাসন” প্রতিপাদ্যেকে সামনে রেখে থানচিতে জন্ম মৃত্যু নিবন্ধন নিশ্চিৎ করার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের মিলনায়তনের অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মুহাম্মদ আছীফ উদ্দীন মিয়া।
সভায় মহিলা বিষয়ক অধিদপ্তরে অফিস সহকারী মো: ইমরান হোসেন সঞ্চালনায় স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: মো: ওয়াহিদুজ্জামান মুরাদ, থানা ওসি প্রতিনিধি তদন্ত মোঃ নাছির উদ্দিন, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা জমির উদ্দিন,প্রাথমিক শিক্ষা অফিসার শাহীন মাহবুবসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও চেয়ারম্যান সচিবরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদের গুরুত্বের কথা উল্লেখ করে আলোচনা করা হয়। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। জনগণ যাতে সহজ পদ্ধতিতে জন্ম ও মৃত্যু সনদ পেতে পারে সেজন্য সরকার দেশব্যাপী কাজ করে যাচ্ছে। এছাড়াও পাঁচটি মৌলিক অধিকারের ন্যায় জন্ম ও মৃত্যু নিবন্ধনের গুরুত রয়েছে সেই বিষয়ে উল্লেখ করে আলোচনা করা হয়।