
সংবাদদাতা।।থানচি।।
বান্দরবানে থানচি উপজেলায় অতি দরিদ্র ও দরিদ্র দুই ক্যাটাগড়িতে গৃহপালিত পশু পালনের ৯৭০ পরিবার পেল নগদ সহায়তা । সোমবার ২৩ ডিসেম্বার সকাল থেকে বিকাল পর্যন্ত তিন্দু বাজার প্রাঙ্গণ ও রেমাক্রী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এনজিও সংস্থা বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) কর্মীরা তাদের হাতে নগদ অর্থ তুলে দেয়া হয়েছে।
দুই ক্যাটাগড়ি মধ্যে অতি দরিদ্র ১৭১ পরিবার মাঝে ১০ হাজার ১ শত টাকা করে ১৭ লক্ষ ২৭ হাজার ১ শত টাকা এবং দরিদ্র ৭৯৯ পরিবারের মাঝে ৭ হাজার ২ শত ১০ টাকা করে মোট৫৭ লক্ষ ৬০ হাজার ৭৯০ টাকা সর্বমোট ৭৪ লক্ষ ৮৭ হাজার ৮শত ৯০ টাকা প্রতিটি পরিবারের মা দের হাতে তুলে দেয়া হয়।
দাতা সংস্থা ইউরোপিয়ন ইউনিয়ন,( ইইউ) অর্থায়নের মানুষের জন্য ফাউন্ডেশন( এমজেএফ)
সার্বিক সহযোগীতা স্থানীয় এনজিও সংস্থা বলিপাড়া নারী কল্যান সমিতি (বিএনকেএস) এর পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে স্থিতিস্থাপক জীবিকার জন্য অংশীদারিত্ব (পিআরএলসি) প্রকল্প নগদ বিতরণ কর্মসূচি আওতায় বান্দরবানের থানচি উপজেলার বলিপাড়া দরিদ্র ২২৩ পরিবার অতিদরিত্র ৪৬ পরিবার,থানচি সদর ইউনিয়নের দরিদ্র ১৯৯ পরিবার অতি দরিদ্র ৪৩ পরিবার,তিন্দু ইউনিয়নের দরিদ্র ২০২ পরিবার অতিদরিদ্র ৪৬ পরিবার এবং রেমাক্রী ইউনিয়নের দরিদ্র ১৭৫ পরিবার অতিদরিদ্র ৩৬ পরিবারের দুই ইউনিয়নের বিকাশের মাধ্যমে এবং নেটওয়ার্কহীণ দুই ইউনিয়নের সরাসরি নগদ বিতরন করা হয়। টাকা পেয়ে গৃহপালিত শুকর,হাঁস -মুরগি, গরু- ছাগল পালন করে স্বাবলম্বী করার লক্ষ্যে নগদ টাকা বিতরন করেন।
এ সময় থানচি থানা উপ- সহকারী পরিদর্শক তৌফিক ও বিপ্লব সরকার, প্রেস ক্লাবের সভাপতি অনুপম মারমা,এমজেএফ প্রতিনিধি রেমি তালুকদার, উমাচিং মারমা,বিএনকেএস উপ-নির্বাহী পরিচালক উবানু মারমা, ফিন্যাস ডিরেক্টর আবামং মারমা,ম্যানেজার মাম্যাসিং মারমা,প্রকল্প সমন্বয়ক উক্যমং মারমা প্রমূখ উপস্থিত ছিলেন।