থানচিতে খিয়াং নারী ধর্ষণ ও হত্যা: ন্যায়বিচারের দাবিতে আলীকদমে মানববন্ধন

0
37

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ।।আলীকদম।।

বান্দরবানের থানচিতে এক খিয়াং নারীকে ধর্ষণ ও নৃশংস ভাবে হত্যার অভিযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে আলীকদম উপজেলার সচেতন নাগরিক সমাজ। আজ আলীকদমে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

লিখিত বক্তব্যে মেছেংবু মার্মা বলেন, গত ৫ই মে থানচিতে তিন সন্তানের জননী এক খিয়াং নারীর মরদেহ উদ্ধার হয়। প্রাথমিক তথ্যে ধর্ষণের পর হত্যার আলামত পাওয়া গেছে। বক্তারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, ভুক্তভোগীর পরিবারকে সহায়তা এবং পার্বত্য চট্টগ্রামে আদিবাসী নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

সংবাদ সম্মেলনে সরকারে কাছে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার, নিরপেক্ষ তদন্ত, ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা এবং আদিবাসী নারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সুনির্দিষ্ট দাবি জানানো হয়। বক্তারা হুঁশিয়ারি দেন, ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের সোচ্চার ভূমিকা অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলনে স্থানীয় পাহাড়ি সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here