ডিপিইও পদবী ব্যবহার করে বেতন ভাতা উত্তোলন করেন রুমার এটিইও

0
20

নিজস্ব প্রতিবেদক।। রুমা।।

সাতটি উপজেলা মিলে একটি জেলা। জেলাটির নাম বান্দরবান। সে জেলায় প্রাথমিক শিক্ষা অফিসার একজন থাকার কথা থাকলেও দেখা গেছে বান্দরবান জেলাতে দুইজন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পদবি নিয়ে বসে আছেন। এটি আসলে প্রাথমিক শিক্ষা বিভাগের মানক্ষুন্ন একটি অংশ। যা ত্রিশ বছরের দেখা মিলেনি এ ধরনের বিভ্রান্তিকর তথ্য। যা উপজেলা শিক্ষা অফিসার, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের ভাবনীয়র একটি বিষয়। এমন কথা বলার কারন, বান্দরবানের রুমা উপজেলায় সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আশীষ কুমার ধর যখন এ বছরের (২০২৪) জুলাই মাসে নিজেকে ডিপিইও পদবি কাগজে কলমে লেখা দেখেও সংশোধনে না এনে তিনি বেতন ভাতা তুলে নেন। তখন অনেকেই কাছে প্রশ্ন জেগে উঠে। প্রশ্ন জেগেছে বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছেও। এটি কিভাবে সম্ভব বলেছেন আবদুল মান্নান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আশীষ কুমার ধর রুমা উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হয়ে যোগদান করেন। তবে বেতন ভাতায় পদবি লেখা আছে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। যার জাতীয় পরিচয়পত্র নং- ১৯৭১১৫২১৮০৮৭৬১৭৬৮, টিআইএন নং- ৫৩৮৮০৪৩৮৬০৯৬, বেতন ভাতা বিবরণ: মূল বেতন, শিক্ষা ভাতা, পাহাড়ি ভাতা, বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, ভ্রমণ ভাতা ও বিশেষ সুবিধা মিলে সর্বমোট বেতন ৭২ হাজার ৩শত ২টাকা।

এ বিষয়ে রুমা উপজেলার এটিইও আশীষ কুমার ধর এর সাথে মুঠোফোনে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমি এ ধরনের কারো পদবী ব্যবহার করে বেতন ভাতা তুলেনি। আর ডিপিইও নাম কোনদিনও ব্যবহার করেনি এভাবে বলে এড়িয়ে যান।

উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের উর্ধ্বতন কর্মকর্তা আশীষ চিরান বলেন, পদবি ভুল দিয়ে কয়েকমাস ধরে এটিইও বেতন ভাতা উত্তোলন করছে সে বিষয়ে অবগত আছি। এ বিষয়টি সংশোধন করার জন্য একাউন্টেন অফিসার ও সহকারী প্রাথমিক শিক্ষা অফিসারকে অনেকবার বলেছি,ওনারা সংশোধন না করলে আমার আর করার কিছু থাকে না।

রুমা উপজেলার হিসাবরক্ষণ অফিসার মুহাম্মদ আতিকুল ইসলাম জানান, আসলে এ পদবি বিষয়টি সমস্যা হলো, যখন রুমার এটিইও বেতন ভাতার জন্য অনলাইনে সাবমিট করতে আসেন তখন ভুলে ডিপিইও পদবি নাম রেজিষ্ট্রেশন হয়ে গেছিল। এ রেজিষ্ট্রেশন ভুলের বিষয়টি সমাধান করে নিব।

বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল মান্নান বলেন, রুমা উপজেলার দায়িত্বরত সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আশীষ কুমার ধর যদি জেলা শিক্ষা অফিসার পদবী নামে বেতন ভাতা উত্তোলন করে থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here