চার কেজি গাঁজাসহ পানছড়িতে আটক এক

0
49

পানছড়ি প্রতিনিধি।।খাগড়াছড়ি।।

অভিনব কায়দায় গাঁজা পাচারের সময় চার গাঁজাসহ ব্যবসায়ীকে আটক করেছে পানছড়ি থানা পুলিশ। আটক ব্যক্তির নাম অদ্যুৎ চাকমা (৩২)। সে পানছড়ি উপজেলার ২নং চেংগী ইউপির মধুমঙ্গলপাড়া গ্রামের পুষ্পধন চাকমার সন্তান।

গত ৩১ জানুয়ারী বুধবার রাত আনুমানিক সোয়া দশটার দিকে পানছড়ি থানার এসআই মোহাম্মদ ইউছুফের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা হাসপাতাল সংলগ্ন কলোনীপাড়া এলাকা থেকে তাকে আটক করে।

জানা যায়, অভিনব কায়দায় একটি নীল রংয়ের প্লাষ্টিকের কন্টেইনারের তলা কেটে ড্রামের ভিতরে সু-কৌশলে চারটি গাঁজার প্যাকেট ভিতরে রেখে সুকৌশলে আবার ড্রামের তলা বন্ধ করে দেয়। গোপন সংবাদের খবরে পানছড়ি বাজারের জিরো পয়েন্ট নামক স্থানে অবস্থান নেয় পানছড়ি থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে অদ্যুৎ চাকমা ভিন্ন পথে পালোনোর চেষ্টাকালে পুলিশ তাকে নীল রংয়ের কন্টেইনারসহ আটক করে। পরে ড্রামের তলদেশ খুলে পলিথিনে মোড়ানো এক কেজি ওজনের চারটি প্যাকেট থেকে চার কেজি গাঁজা বের বরে।

পানছড়ি থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ব্যাপারে বিধি মোতাবেক অত্র থানায় মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here