।।মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি।।
আধুনিক জনজীবনে বিদ্যুৎ ছাড়া এক মুহূর্তও চলে না। অথচ বেশ কিছুদিন ধরেই বেড়েই চলছে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং। প্রচণ্ড গরমের মধ্যে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে অসহনীয় হয়ে উঠেছে জনজীবন। এতে গরমে কষ্ট যেমন হচ্ছে, তেমনি ফ্রিজে রাখা খাবার নষ্ট হয়ে যাচ্ছে। ব্যাহত হচ্ছে ব্যবসায়ী কাজের । বিদ্যুৎ বিভ্রাটের এই ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায়।
বিদ্যুতের এমন অবস্থার কারণে রাতে ঠিক মতো ঘুমাতে পারছে না এলাকাবাসী। বিপাকে পড়েছেন বিদ্যুতের নির্ভশীল ব্যবসায়ী, ব্যাংক, বীমাসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা কর্মচারীরা।
এমতাবস্থায় টিকতে না পেরে রাস্তায় নেমেছে বাঘাইছড়িবাসী, ১৪ সেপ্টেম্বর শনিবার দুপুরে চৌমুহনী সদর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা পরিষদের সামনে গিয়ে মিছিলটি শেষ হয়।
এসময় সাধারণ জনগণ অনেকেই হুঁশিয়ারি দিয়ে বলেন, এভাবে চলতে থাকলে তারা কঠোর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে। তেমন পরিস্থিতি কারো জন্যই সুখকর হবে না। তাই যত তাড়াতাড়ি সম্ভব সরবরাহ বাড়িয়ে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে হবে।
উপজেলা সদর এলাকার বাসিন্দা নুর কবির অভিযোগ করে বলেন, বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকাজুড়ে বিদ্যুতের অবৈধ সংযোগ রয়েছে তার মধ্যে রুপকারী, তুলবান,করেঙ্গাতলী, বাঘাইছড়ি, শিজুক, নলবনিয়া, খেদারমারাসহ বিভিন্ন এলাকায়। ইজিবাইক কলকারখানা, ঘরবাড়ীতেসহ রয়েছে অবৈধ বিদ্যুৎ সংযোগ। এই অবৈধ বিদ্যুৎ সংযোগের ফলে গ্রাহকের ঘাড়ে অতিরিক্ত রিডিং। বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে চাইলে বলেন নানান অজুহাত, ভোগান্তি যেন শেষ নাই।
বাঘাইছড়ি বিদ্যুৎ বিতরণ বিভাগের আবাসিক প্রকৌশলী (আর ই) সুগত চাকমার কাছে লোডশেডিংয়ের কারণ জানতে চাইলে,তার দোষ চাপিয়ে দেওয়া হয় দীঘিনালা বিদ্যুৎ বিভাগের উপর।