গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতার গাড়ি বহরে হামলার প্রতিবাদে সাজেকে বিক্ষোভ মিছিল

0
10

মোঃ মহিউদ্দিন।।বাঘাইছড়ি।।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী গোপালগঞ্জে নিজ বাড়িতে যাওয়ার পথে গাড়ি বহরে সন্ত্রাসী হামলা ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ১ম শ্রেণির আম্পায়ার শওকত আলী দিদারকে হত্যার প্রতিবাদে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সাজেক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের বাঘাইহাট এলাকায় সাজেক ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাজেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: রায়হান উদ্দিন। বিশেষ অতিথিদের মধ্যে সাজেক বিএনপি’র যুগ্ন সম্পাদক ইসমাইল হোসেন, শ্রমিক দলের সভাপতি বাদশা আলম, ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন পিন্টু, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মামুনুর রশিদ মামুন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল ইসলাম, সাজেক থানা ছাত্রদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম মানিক, সাজেক থানা ছাত্রদলের সদস্য সচিব আব্দুর রহমান সাদ্দাম সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাঘাইহাট বাজারের মূল সড়কে বিক্ষোভ মিছিল শেষে বিএনপি কার্যালয় সম্মুখে প্রতিবাদ সভায় বক্তারা বলেন গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রিয়া সম্পাদক দিদারুল আলম হত্যায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান বক্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here