
নিজস্ব প্রতিবেদক।।
মেজর মাহফুজ রহমান বলেছেন, ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি গণমাধ্যম কর্মীদের পাশে সেনাবাহিনীর সর্বাধিক সহযোগীতা থাকবে।
আজ শনিবার সকালে মায়াকুঞ্জন গেষ্ট হাউজে কেক কাটার মধ্য দিয়ে রুমাবার্তা প্রথম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে তিনি এসব কথা বলেন।
মেজর মাহফুজ রহমান বলেন, দুর্গম রুমা উপজেলার সাংবাদিকদের অল্প দিনের একটি অনলাইন নিউজ পোর্টাল জনপ্রিয় অর্জন করবে বিশ্বাস করতে পারিনি। কিন্তু আজকের রুমা সাংবাদিকদের প্রচেষ্টায় রুমা বার্তা অনেক দূর এগিয়ে যাচ্ছে। আমি মনে করি বর্তমানে ইন্টারনেট যুগে এসে অনলাইন নিউজ ভার্সন খুব জনপ্রিয় হয়েছে। আগামীতেও পাহাড়ের পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের সত্য সংবাদ বস্তুর তুলে ধরার প্রত্যাশা করছি।
“পুরাতনকে ভুলে নতুন উদ্যমে এগিয়ে যাচ্ছি আমরা” প্রতিপাদ্যেকে সামনে রেখে ডিজিটাল মাল্টিমিডিয়া ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “রুমাবার্তা ডট কম” ১ম বর্ষপূর্তি পালিত হয়েছে।
রুমাবার্তা ডটকমের সম্পাদক উঃ নাইন্দিয়া ভিক্ষু সভাপতিত্বে রুমা থানা এসআই মাহফুজ, জেলা রিপোর্টার্স ইউনিটি সভাপতি সাংবাদিক মংসানু মারমা,থানচি প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মংবোওয়াংচিং মারমা অনুপম, সাধারণ সম্পাদক চহ্লামং মারমা, রুমা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক শৈহ্লাচিং মারমা, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ক্যমুইঅং মারমা, রুমা বার্তা ডটকমের নির্বাহী সম্পাদক মংহাইথুই মারমা উপস্থিত ছিলেন।