গণমাধ্যমে হামলার প্রতিবাদের খাগড়াছড়িতে পেশাজীবি সাংবাদিকদের মানববন্ধন

0
43

।। খাগড়াছড়ি প্রতিনিধি।।

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপসহ দেশের বিভিন্ন গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীদের উপর সন্ত্রাসী হামলা ও ভাঙচুরের প্রতিবাদে আজ বুধবার (২১ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে পেশাজীবী সাংবাদিকরা এক মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক এডভোকেট জসীম উদ্দীন মজুমদার, সহ-সভাপতি মোঃ জহুরুল আলম, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম রাজু, আইন বিষয়ক সম্পাদক মোঃ জুলহাস উদ্দিন, চ্যানেল টুয়েন্টিফোরের প্রতিনিধি নুরুচ্ছফা মানিক, এবং অন্যান্য সাংবাদিকরা বক্তব্য রাখেন।

বক্তারা সাম্প্রতিক সময়ে স্যাটেলাইট টিভি চ্যানেল নিউজ টুয়েন্টিফোর, বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠসহ মোট সাতটি গণমাধ্যমের উপর একযোগে হামলার তীব্র নিন্দা জানান এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে যথাযথ শাস্তির দাবী জানান। এছাড়াও তারা বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রতি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

মানববন্ধনে খাগড়াছড়িতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা অংশগ্রহণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here