খাগড়াছড়িতে সুশীল সমাজের সাথে মতবিনিময় সভা

0
34

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি।।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আজ শুক্রবার খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে একটি মতবিনিময় সভা করেছেন।

জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পুলিশ সুপার মুক্তা ধর, খাগড়াছড়ি সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. সুধীন কুমার চাকমা, প্রাক্তন অধ্যক্ষ বোধিসত্ব দেওয়ান, জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা, সচেতন নাগরিক কমিটির সভাপতি শেফালিকা ত্রিপুরা, এবং খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্যসহ অনেকে বক্তব্য রাখেন।সহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় উপস্থিত সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে পার্বত্য এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে গভীর আলোচনা হয়।

মতবিনিময় সভায় সুপ্রদীপ চাকমা বলেন, “বর্তমান সরকার বন্যা দুর্গত এলাকার ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা প্রদানে সর্বদা সক্রিয় রয়েছে।” তিনি আরও জানান, শীঘ্রই পার্বত্য জেলা পরিষদে ১৫ সদস্যের একটি নতুন কমিটি গঠিত হতে পারে, যেখানে ২ জন ছাত্র প্রতিনিধি অন্তর্ভুক্ত থাকবে। তবে বাকি ১৩ জন সদস্যের বাছাই প্রক্রিয়া এখনও নির্ধারিত হয়নি।

সভায় তিনি মানসম্মত শিক্ষার উন্নয়নসহ পার্বত্য এলাকার সার্বিক উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের উপর গুরুত্বারোপ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here