খাগড়াছড়িতে সাংবাদিক প্রদীপ চৌধুরীকে আটক: সাংবাদিক ইউনিয়নের প্রতিবাদ

0
32

জেলা প্রতিনিধি,।।খাগড়াছড়ি।।

খাগড়াছড়ি সদর থানার নিচ থেকে জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি প্রদীপ চৌধুরীকে শুক্রবার (২৫ অক্টোবর ২০২৪) বিকেলে পুলিশ আটক করেছে। জানা যায়, শহরের মিলনপুর এলাকায় একটি অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

সাম্প্রতিক পট পরিবর্তনের পর প্রদীপ চৌধুরীর বিরুদ্ধে খাগড়াছড়ি সদর, মানিকছড়ি, পানছড়ি, ও দীঘিনালা থানায় পৃথক পাঁচটি মামলা দায়ের করা হয়। জানা যায়, এর মধ্যে চারটি মামলাই বিএনপি নেতাকর্মীদের করা, যেখানে বিভিন্ন সময়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা এবং দলীয় কার্যালয় ভাংচুরসহ নানা অভিযোগ আনা হয়। পাশাপাশি, বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে সংঘর্ষের ঘটনায় করা একটি মামলাতেও তিনি আসামি হিসেবে উল্লেখিত রয়েছেন।

প্রদীপ চৌধুরী খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতির পাশাপাশি ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের জেলা শাখা ও খাগড়াছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলনের সভাপতির দায়িত্বও পালন করছেন। এই ঘটনার পর খাগড়াছড়ির আরো ছয় জন সাংবাদিককে আসামি করা হয়েছে বলে জানা গেছে।

প্রদীপ চৌধুরীর গ্রেফতারের ঘটনায় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নসহ জেলার সিনিয়র সাংবাদিকরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তার মুক্তির দাবি করেছেন। এক বিবৃতিতে তারা বলেন, “তদন্ত ছাড়া কোনো সাংবাদিককে গ্রেফতার করা অন্যায় এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা রক্ষার্থে তাৎক্ষণিক মুক্তি দেয়া প্রয়োজন।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here