
।।খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া কর্তৃক আজ বৌদ্ধ ভিক্ষুদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এই সভার আয়োজন করা হয় মধুপুরস্থ বৈজয়ন্তী বৌদ্ধ বিহারে, যেখানে শতাধিক বৌদ্ধ ভিক্ষু ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াদুদ ভূইয়া, যিনি বৌদ্ধ ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতি তার শ্রদ্ধা জ্ঞাপন করেন।
সভায় খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবসার, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকুসহ বিএনপি দলের অন্যান্য নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।
প্রবীন চন্দ্র চাকমা তাঁর বক্তব্যে আগামী জাতীয় নির্বাচনে বিএনপির ক্ষমতায় আসার পর পার্বত্য চট্টগ্রামের সমস্যাগুলোর সমাধান এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।
তিনি অভিযোগ করেন যে, বিগত আওয়ামী লীগ সরকার আমলে পার্বত্য জেলা পরিষদের চাকরি নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে, যেখানে ২৫-৩০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। তবে, বিএনপি ক্ষমতায় আসলে টাকা ছাড়া চাকরি দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
প্রধান অতিথি ওয়াদুদ ভূইয়া তাঁর বক্তব্যে পাহাড়ি-বাঙালি সম্পর্কের উন্নতির জন্য একত্রে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, “পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হলে আমাদের সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে।” তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে স্থানীয় সম্প্রদায়ের মানুষের সমস্যাগুলো সমাধান করা হবে এবং পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা করা হবে।
শ্রীমৎ তেজবংশ মহাস্থবির, শ্রীমৎ বিমলানন্দ মহাস্থবির, শ্রীমৎ আর্য্য বৌধি মহাস্থবির, শ্রীমৎ ক্ষ্যামাসারা মহাস্থবির সহ অন্যান্য বৌদ্ধ ভিক্ষুরা এই সভায় উপস্থিত ছিলেন এবং সভার গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে নিজেদের বক্তব্য রাখেন।
তাদের বক্তব্যে পাহাড়ে শান্তির প্রচেষ্টা এবং ধর্মীয় সহনশীলতার আহবান করেন। খাগড়াছড়ি জেলা বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতৃবৃন্দ, খাগড়াছড়ি প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন মিডিয়ার কর্মীরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।