খাগড়াছড়িতে পাহাড় ধস, ডুবে গেছে নিম্নাঞ্চল

0
36

।। খাগড়াছড়ি প্রতিনিধি।।

টানা দুই দিনের বৃষ্টিপাতে খাগড়াছড়ি জেলা সদরের দুই-একটি জায়াগায় পাহাড় ধস হলেও বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি। জেলা সদরের কলাবাগান এলাকায় আজ (শুক্রবার) সকালে পাহাড় ধসের ঘটনা ঘটে। গতকাল বিকালে জেলা প্রশাসনের সহকারি কমিশনাদের বাসভবনের সীমানা প্রাচীর ধসে পড়েছে।

এছাড়া জেলা সদরের কলাবাগান, শালবাগান, রসুলপুর এলাকায় পাহাড় ধসের ঝুঁকি দেখা দিয়েছে। মূলত, পাহাড় কেটে যেসব ঘরবাড়ি তোলা হয়েছে, সেই সব স্থানে পাহাড় ধসের ঝুঁকি বেশি। খাগড়াছড়ি পৌরসভার হিসেব মতে পৌর এলাকায় অন্তত দুই শত পরিবার পাহাড় ধসের ঝুঁকির মধ্যে বসবাস করে।

অপরদিকে,চেঙ্গী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলা সদরের নিম্নাঞ্চল পানিতে নিমজ্জিত হয়েছে। বিশেষ করে গঞ্জপাড়া, অপর্ণা চৌধুরী পাড়া, রাজ্যমনি পাড়া, কালাডেবা, বটতলী ও ফুটবিলের নিচু জায়গার এলাকায় পানি উঠতে দেখা গেছে। এছাড়া দীঘিনালার ১ নাম্বার মেরুং ইউনিয়নের বেশ কয়েকটি এলাকায় পানি উঠেছে। এসব এলাকায় বৃষ্টি অব্যাহত থাকলে বন্যা দেখা দিতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here