খাগড়াছড়িতে দুই একর জমিতে গাঁজা চাষ, আগুনে পুড়িয়ে ধ্বংস

0
18

খাগড়াছড়ি প্রতিনিধি।।

খাগড়াছড়ির গুইমারা উপজেলার দুর্গম পাহাড়ের দুই একর জমিতে গোপনে চাষ করা হয়েছিল গাঁজার। গোপন সূত্রে গাঁজার খেতটির সন্ধান পায় সেনাবাহিনী। এরপর আগুন দিয়ে খেতটি ধ্বংস করা হয়।

আজ মঙ্গলবার সকালে উপজেলার তিন্দুকছড়ি এলাকার ওই গাঁজা খেতটিতে আগুন দেওয়া হয়েছে। এর আগে গতকাল সোমবার দিবাগত রাতে খেতটির খোঁজ পায় সেনাবাহিনী।

সিন্দুকছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল শামসের নির্দেশে উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক তাসনিম অভিযানের নেতৃত্ব দেন।

সেনাবাহিনী জানায়, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ীদের একটি সিন্ডিকেট দুর্গম পাহাড়ে গাঁজার চাষাবাদ করে আসছে। প্রশাসনকে ফাঁকি দিতে গাঁজা চাষের জন্য দুর্গম পাহাড়কে বেছে নেওয়া হয়। সেনাবাহিনীর অভিযানে ধ্বংস হওয়া গাঁজা খেতের বাজার মূল্য প্রায় অর্ধকোটি টাকা। মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী বলেন, দুই একর জমিতে থাকা গাঁজার গাছগুলো আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here