খাগড়াছড়িতে অনিক চাকমাকে পিটিয়ে হত্যার ঘটনায় দুজন আটক

0
24

রাঙ্গামাটি প্রতিনিধি।।

গত ১৯ সেপ্টেম্বর খাগড়াছড়িতে মামুন নামের এক যুবককে হত্যার ঘটনায় ২০ সেপ্টেম্বর রাঙ্গামাটিতে পাহাড়ি- বাঙালি সংঘর্ষ ছড়ায়। সংঘর্ষ চলাকালে অনিক চাকমা নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়।

এ হত্যাকাণ্ডের ঘটনায় শুক্রবার (৪ অক্টোবর) অভিযান চালিয়ে রাঙ্গামাটি শহর থেকে মো. আবরার (১৮) এবং বৃহস্পতিবার রাতে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা থেকে মো. রুবেলকে (২৩) আটক করে পুলিশ।

এদিন বিকেলে আটকদের রাঙ্গামাটির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার পারভিন মিলির আদালতে তোলা হলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

রাঙ্গামাটির কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বাকি আসামিদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর রাঙ্গামাটি শহরের সাম্প্রদায়িক সহিংসতায় জেলা শহরের কালিন্দীপুর এলাকার প্রবেশমুখে অনিক কুমার চাকমাকে পিটিয়ে হত্যা করা হয়। হত্যার দুদিন পর ২২ সেপ্টেম্বর রাঙ্গামাটি কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করে নিহত অনিকের বাবা আদর সেন চাকমা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here