কোপা আমেরিকা: সেমিফাইনালিস্ট চূড়ান্ত, এক নজরে সূচি

0
23

খেলার ডেক্স।।

কোপা আমেরিকা পেল তার চার সেমিফাইনালিস্ট। সেমিতে উঠা চারটি দল হলোআর্জেন্টিনাকলম্বিয়াকানাডা ও উরুগুয়ে। বাংলাদেশ সময় ১০ জুলাই সকাল ৬টায় মাঠে গড়াবে সেমিফাইনালের প্রথম ম্যাচ।

প্রথম দল হিসেবে সবার আগে টুর্নামেন্টের শেষ চারের টিকিট কাটে আর্জেন্টিনা। দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালে ওঠে কানাডা। রবিবার (৭ জুলাইএকই দিন সেমিফাইনাল নিশ্চিত করে কলম্বিয়া ও উরুগুয়ে।

এবার দেখে নেওয়া যাক সেমির সূচি

সেমিফাইনাল ১ – আর্জেন্টিনা বনাম কানাডা – ১০ জুলাইসকাল ৬টা – মেটলাইফ স্টেডিয়াম

সেমিফাইনাল ২ – উরুগুয়ে বনাম কলম্বিয়া – ১১ জুলাইসকাল ৬টা – ব্যাংক অব আমেরিকা স্টেডিয়া

উল্লেখ্য১৪ জুলাই তৃতীয় স্থান নির্ধারণী ও ১৫ জুলাই অনুষ্ঠিত হবে ফাইনাল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here