সোমবার, নভেম্বর ১৭, ২০২৫
Homeঅপরাধকাপ্তাইয়ের দেশীয় চোলাইকৃত মদ পাচারকালে দুই বোন আটক

কাপ্তাইয়ের দেশীয় চোলাইকৃত মদ পাচারকালে দুই বোন আটক

।।উচ্চপ্রু মারমা রাজস্থলী।।

রাঙামাটির চন্দ্রঘোনা থানা পুলিশ এর অভিযানে দেশীয় তৈরী ৫০ লিটার চোলাই মদ সহ দুই বোন-কে আটক করা হয়েছে। আটককৃতরা আপন দুই বোন বলে জানান চন্দ্রঘোনা থানার ওসি আনছারুল করিম।

বৃহস্পতিবার (৩০ মে) সন্ধ্যা ৬ টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই মকবুল হোসেন এবং  সঙ্গীয় অফিসার ও পুলিশ সদস্যরা রাজস্থলী উপজেলার ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাকবাংলা সাকিনস্থ বাঙ্গালহালিয়া টু চন্দ্রঘোনা ফেরীঘাটগামী পাঁকা রাস্তা সংলগ্ন হতে তাদেরকে আটক করেন।

এসময় শরীরে স্কচটেপ টিয়ে বিশেষ কায়দায় বাধা থাকা অবস্থায় নারী পুলিশের সহায়তায় দেহ তল্লাশী করে তাদের হেফাজত হতে  ৫০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ উদ্ধার করা হয়। 

আটককৃতরা হলেন  লাভলী বেগম(২৯) এবং তাঁর ছোট বোন মোছা: মুন্নি বেগম(১৬)। তাঁরা উভয়ই বান্দরবান জেলার আলিকদম উপজেলার নয়াপাড়া ৬ নং ওয়ার্ডের আবুল কালামের কন্যা বলে পুলিশ জানান।

আরও সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

জনপ্রিয় সংবাদ

পাঠকের মতামত

error: