সুজন ভট্টাচার্য্য।।থানচি।।
আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে থানচি উপজেলায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে।
২৭ মার্চ বুধবার সকাল ১০ টায় থানচি উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এক বিশেষ মত বিনিময় সভায় আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের তৃনমুল নেতাকর্মীদের মতামত এর ভিত্তি তে এই তালিকা চূড়ান্ত করা হয়।
এতে সর্ব সম্মতি ক্রমে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান থোয়াই হ্লা মং মারমা, ভাইস চেয়ারম্যান পদে মালিরাম ত্রিপুরা ও মহিলা ভাইস চেয়ারম্যান (বর্তমান) পদে নুমেপ্রু মারমা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীতা পান।
উল্লেখ্য উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের নির্বাচনে থানচি উপজেলায় ৮ ই মে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।