
সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ।।আলীকদম।।
বান্দরবানের আলীকদমে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৭ ব্যাটালিয়ন) এর উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার (১২ জানুয়ারী ) সকাল সাড়ে ১০ ঘটিকার সময় আলীকদম ব্যাটালিয়ান (৫৭ বিজিবির) মাঠে উপজেলা বিভিন্ন জনগোষ্ঠীর অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়,আলীকদম বিজিবি ৫৭ ব্যাটালিয়নের আওতাধীন বিওপি ক্যাম্প বড় মদক,নাপ্রাইতং হেডম্যানপাড়া,অংবাই পাড়া, সাপাছড়া,বুলু পাড়া,পানঝিরি,লেখিরি,কিলাই পাড়া চেক পোস্টসহ স্হানীয় বিভিন্ন জনগোষ্ঠীর মাঝে ৪০০ পিস শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম বিজিবি (৫৭ ব্যাটালিয়নের) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর ইমামুল আজিম।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম (৫৭ ব্যাটালিয়ন) সহকারী পরিচালক বদর উদ্দন কামাল,মেজর খোরশেদুল আলম মাসুদ
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, অত্র ৫৭ ব্যাটালিয়ন বিজিবি সীমান্ত এলাকায় নিরাপত্তার পাশাপাশি অবৈধ পণ্য পরিবহন,মাদক দ্রব্য পাচার রোধ,চোরাচালান ও মানব পাচার বন্ধের জন্য কাজ করছে এবং আপনাদের সেবায় নিয়োজিত আছে। তিনি আরও বলেন,৫৭ ব্যাটালিয়ন বিজিবি জনগণের স্বার্থে বিনামূল্যে চিকিৎসা সেবা,ঔষুধ বিতরণ,বিভিন্ন সময়ে দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবেলায় ত্রাণ বিতরণ করেন।