আলীকদমে জামায়াতে ইসলামীর শুকরানা র‍্যালী 

0
28

সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ।।আলীকদম।।

গণতন্ত্রের বিজয় স্বৈরাচারের পতন ও পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বান্দরবানের আলীকদমে বাংলাদেশ জামায়াত ও ইসলামী ছাত্র শিবির,শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজনে শুকরানা র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ আগস্ট) বিকাল সাড়ে ৫ ঘটিকার সময় আলীকদম সেনানিবাস মোড় থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির,শ্রমিক ফেডারেশন আলীকদম উপজেলা শাখার উদ্যোগে শুকরানা র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আলীকদম উপজেলা শাখার সভাপতি মাওলানা মাশুক এলাহীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, বান্দরবান পার্বত্য জেলার কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফারুক আহমেদ।

এছাড়াও জামায়াতে ইসলামী আলীকদম উপজেলা শাখার সেক্রেটারি সাদেক মিয়া, কর্ম পরিষদ সদস্য মাওলানা আবদুল হক, বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন, আলীকদম উপজেলার সভাপতি আবু সুফিয়ান প্রমুখ।

শুকরানা র‍্যালীতে আমীরে জামায়াতের ঘোষণা, লুটপাট চলবে না,জামায়াতের ঘোষণা,ভাংচুর চলবে না,খুনী হাসিনার বিচার চাই, হিন্দু-মুসলিম ভাই-ভাই’ প্রভৃতি শ্লোগানে নেতাকর্মীরা রাজপথ মুখরিত করে। দীর্ঘ এক যুগের বেশি সময় পরে বান্দরবানের আলীকদমে জামায়াতের মিছিল অনুষ্ঠিত হয়।

এর আগে বাদ আছর নামাজ শেষে আলীকদম সেনানীবাস জামে মসজিদ মোড় থেকে শুকরানা র‍্যালী বের হয়ে আলীকদম উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে সমাবেশে অংশ নেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here