আলীকদমে আবুল কালামকে হারিয়ে নির্বাচিত হলেন প্রিয়মুখ জামাল উদ্দিন

0
53

।।প্রতিনিধি আলীকদম।।

বান্দরবানের আলীকদম উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতিক নিয়ে ৯ হাজার ৭০০ ভোট পেয়ে বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন মোঃ জামাল উদ্দিন এমএ । তিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: আবুল কালাম পেয়েছেন ৭ হাজার ৫১৬ ভোট।

বুধবার (৮ মে) রাতে আলীকদম উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: আহাসান উদ্দীন এ ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে- ভাইস চেয়ারম্যান পদে ৯ হাজার ১৪৬ ভোট পেয়ে তালা প্রতীক প্রার্থী বহিস্কৃত উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মো: রিটন দ্বিতীয় বারের মতো নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি কফিল উদ্দিন টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৭ হাজার ৫৪৭ ভোট।

এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে সদ্য বহিষ্কৃত উপজেলা মহিলাযুব দলের যুগ্ম আহবায়ক শিরিনা আক্তার ৮ হাজার ৮৬৮ ভোট পেয়ে প্রজাপতি প্রতিকে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকট প্রতিদ্বন্দ্বী ইয়াসমিন আক্তার পেয়েছেন ৭ হাজার ৮২৫ ভোট।

উপজেলা নির্বাচন অফিসের তথ্যমতে, আলীকদম উপজেলায় ২১টি ভোট কেন্দ্রে ৩২ হাজার ৮০৫ জন ভোটার রয়েছেন এবং সেখানেএরমধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ৫২১ জন এবং নারী ভোটার ১৬ হাজার ২৮৪ জন।

ভোট কেন্দ্রের সংখ্যা ২১ টি এবং ভোট কক্ষের সংখ্যা ৯৪টি। ২০১৯ সালের তুলনায় এ উপজেলায় ভোটার বেড়েছে ৩ হাজার ৭২১ জন।

উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আহাসান উদ্দিন জানান, আলীকদম উপজেলা পরিষদ নির্বাচনে দুজন চেয়ারম্যান, দুইজন ভাইস চেয়ারম্যান, দুইজন মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। উপজেলার চারটি ইউনিয়নের ২১ টি ভোট কেন্দ্রের মোট ৩২ হাজার ৮০৫ জন ভোটার রয়েছে। এর মধ্যে ১৭২১৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন। প্রদত্ত ভোটের শতকরা হার ৫৩.১৫ শতাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here