অপহৃত ম্যানেজার নেজাম উদ্দীনকে তার পরিবারের কাছে হস্তান্তর

0
37

আকাশ মারমা মংসিং।। বান্দরবান।।

বান্দরবানের রুমা উপজেলায় সোনালী ব্যাংকের শাখার অপহৃত ম্যানেজার নেজাম উদ্দীনকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (৫ এপ্রিল) সকালে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সোনালী ব্যাংক বান্দরবানের রুমা শাখার অপহৃত ম্যানেজার নেজাম উদ্দীনকে রুমা থেকে উদ্ধারের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‍্যাবের কমান্ডার খন্দকার আরো জানান, অপহরনের পর সন্ত্রাসীরা ব্যাংক ম্যানেজার মো: নেজাম উদ্দীনকে রাত ৩টা পর্যন্ত পায়ে হেটে পাহাড়ী পথে গহীন অরন্যে নিয়ে গিয়েছিল। এসময় কেএনএফ সদস্যরা অপহৃত ব্যাংক ম্যানেজারকে দুবেলা খাবার সরবরাহ করেছে এবং ঘুমানোর সুযোগ দিয়েছিল। কেএনএফ সদস্যরা অপহৃতের সাথে কোন খারাপ আচরন বা শারীরিক নির্যাতন করেনি। তবে কেএনএফের পক্ষ থেকে ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অপহৃতের পরিবারের সাথে যোগাযোগ করে কেএনএফ। অপহরন ঘটনার পর সরকারের নির্দেশে র‍্যাব, সেনাবাহিনী,পুলিশ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে কৌশল অবলম্বন করে আমরা অপহৃত ব্যাংক ম্যানেজারকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে পরিকল্পনা করি। সেই মত আমরা স্থানীয় জনসাধারনসহ সকলের সাথে যোগাযোগ রক্ষা করে চলি। আমরা আমাদের পরিকল্পনা মতে মুক্তিপণ ছাড়াই গতকাল সন্ধ্যা ৭টার দিকে রুমা সদরের বেথেল পাড়া থেকে অপহৃত ব্যাংক ম্যানেজারকে উদ্ধার করতে সক্ষম হয়। পরে আজ তাকে পরিবারের কাছে হস্তান্তর করেছে র‌্যাব।

এর আগে, মঙ্গলবার (২ এপ্রিল) রাত ৮টার দিকে রুমা উপজেলায় সোনালী ব্যাংকের শাখায় ভোল্ট ভেঙে দেড় থেকে দুই কোটি টাকা লুট করে নিয়ে যায় পাহাড়ি সন্ত্রাসীদের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফন্টের (কেএনএফ) একটি দল। সেই সময় তারাবির নামাজ চলাকালে মসজিদ থেকে রুমা উপজেলা সোনালী ব্যাংকের ম্যানেজার নিজাম উদ্দিনকে অপহরণ করে নিয়ে যায় কেএনএফ সদস্যরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here